শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর বিভাগে হাসপাতাল শয্যা আছে ১ হাজার, করোনা রোগী সাড়ে ৯ হাজার

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৯ হাজারের ওপরে হলেও হাসপাতালে চিকিৎসার সুযোগ রয়েছে মাত্র ১০০০ জনের। বিভাগে এপর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ হাজার ৬৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪২৩ জন। এখনো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৬৫৩ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৯৯ জন। বাকি ৯ হাজার ৫৪ রোগী হোম আইসোলেশন অর্থাৎ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য সাধারণ বেড রয়েছে ১ হাজার ৪১টি। আইসিইউ রয়েছে ৪০টি। এর মধ্যে সরকারি ২৪টি। এইচডিইউ বেড রয়েছে ১১টি। এর মধ্যে রংপুর করোনা ডেডিকেডেট হাসপাতাল ও রমেক হাসপাতালে করোনা রোগী রয়েছেন ১৬৩ জন এবং আইসিইউতে রয়েছেন ৮ জন রোগী রয়েছেন। পঞ্চগড় হাসপাতালে ২১ জন, নীলফামারী হাসপাতালে ৪৮ জন, লালমনিরহাট হাসপাতালে ২৩ জন, কুড়িগ্রাম হাসপাতালে ৭৭ জন, ঠাকুরগাঁও হাসপাতালে ৮৯ জন, দিনাজপুরে সাধারণ বেডে ১৩০ জন, আইসিইউতে ১৬ জন ও এইচডিইউ বেডে রয়েছেন ১১ জন এবং গাইবান্ধা হাসপাতালে ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন রংপুরে ২ হাজার ৮৫২ জন, পঞ্চগড়ে ১ হাজার ১৪ জন, নীলফামারীতে ৫৭৪ জন, লালমনিরহাটে ৩৯০ জন, কুড়িগ্রামে ৮৮২ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ২৩০ জন, দিনাজপুরে ৯৭৭ জন এবং গাইবান্ধায় ১ হাজার ১৩৩ জন।

এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, দিনাজপুরে ২ জন, গাইবান্ধা ও নীলফামারীতে একজন করে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪ জনে।
অপরদিকে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েচে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৪।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই শঙ্কামুক্ত। উপসর্গও কম। জটিল রোগী হলে তাকেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।