শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে করোনার গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীসহ জেলায় গণটিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অধিকাংশ কেন্দ্রেই টিকাদানের সক্ষমতার বিপরীতে দ্বিগুণেরও বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। কোথাও কোথাও কেন্দ্রে টিকার মজুদ শেষ হওয়ায় টিকা না নিতে পেরে অনেকে ফিরে গেছেন। এর ফলে গণটিকা দান কার্যক্রম দুপুরের আগেই শেষ হয়ে গেছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, রংপুর সিটি কর্পোরেশন এলাকাসহ বিভাগের আট জেলায় ৩ লাখ ৫১ হাজার ৬০০ জনকে টিকা দেয়া হয়েছে।শনিবার সকালে রংপুর নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় প্রমুখ।

রংপুর সিটি করপোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ৯৯টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৮০০ জনকে করোনার প্রথম ডোজের গণটিকা দেয়া হয়েছে। দুপুরের আগেই মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টিকা গ্রহণ করেছেন। ফলে নির্দিষ্ট সময়ের আগেই বরাদ্দ যা এসেছিল শেষ হয়ে যায়। অনেকেই টিকা দিতে গিয়ে ফিরে এসেছেন।

এদিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের হানিফ মিয়া ও সবুজ আহমেদ জানান, তারা দুপুর ১২টার দিকে স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে স্থাপিত কেন্দ্রে টিকা দিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন টিকার কার্ড শেষ হয়ে গেছে। তার মত অনেকেই টিকা দিতে গিয়ে ফিরে এসেছেন। একই কথা বলেন নগরীর ১১ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম ও হৃদয় চন্দ্র রায়।রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় ১ হাজার ৮৬৯টি কেন্দ্রে মোট ৩ লাখ ৫১ হাজার ৬০০ জনকে টিকা দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন করে টিকা দেয়ার কাছে নিয়োজিত ছিলেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, টিকাগ্রহণে মানুষের আশানুরুপ সাড়া পাওয়া গেছে। প্রথম ডোজের গণটিকা কার্যক্রম ভালভাবে সম্পন্ন হয়েছে।