শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনোফার্মের দেড় কোটি টিকা কেনার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনালের দেড় কোটি করোনা টিকা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ‘চীন থেকে টিকা কেনা নিয়ে আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম। তাই বিশদ বলা সম্ভব হচ্ছে না। টেকনিক্যাল সমস্যা আছে।’

মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফীন জানান, চীনের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি টিকার। এর মধ্যে ২০ লাখ উপহার হিসেবে এসেছে। বাকি থাকছে ১ কোটি ৩০ লাখ। চীন পরে নতুন করে ২০ লাখ টিকা দিতে রাজি হয়েছে।