সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আহতদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের তালিকা জনসমক্ষে প্রকাশের কথা বলেছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য ও শ্রমসচিবের সঙ্গে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে কথা বলতে বলেছেন উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এসব কথা বলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসার বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে স্বাস্থ্য ও শ্রমসচিবের সঙ্গে কথা বলতে বলেন। আহতদের তালিকা করে জনসমক্ষে যেন প্রকাশ করা হয়। কারা কারা আহত ও চিকিৎসাধীন, এমন একটি তালিকা পাবলিকলি দিলে প্রকৃত কতজন আহত ও কী অবস্থায় আছে জানা যাবে। আত্মীয়স্বজনও বুঝতে পারবে। শ্রম ও স্বাস্থ্যসচিবের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে কথা বলতে বলেন।’

হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে চার সংগঠনের করা রিটের শুনানিতে আদালত এসব কথা বলেন। শুনানিকালে আদালত বলেন, ‘একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সমস্ত জাতি আমরা শোকাহত। আশা করি না এ রকম ঘটুক।’

এর আগে হাইকোর্টে শুনানির জন্য শনিবার রাত ১১টায় ই-মেইলে রিট আবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর পাঠানো হয়, যা আজ কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে ছিল। চার সংগঠন হচ্ছে, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার।

রিটের পক্ষে শুনানিতে আইনজীবী সারা হোসেন বলেন, ‘সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে রিটটি। এখানে ভবন ও অগ্নিনির্বাপণ আইন অনুসরণ করার ক্ষেত্রে অবহেলা আছে। সঠিক তদন্ত ও বিচারের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতের বিষয়গুলো রয়েছে। এসব বিষয়ে আদালতের কাছে কিছু নির্দেশনা চাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন মারা গেছেন। অনেকে লাফ দিয়ে পড়েছে বলে পত্রিকায় রিপোর্টে এসেছে। এমনও এসেছে শিশুরা ওখানে কাজ করছিল। লাশগুলো শনাক্ত করার প্রক্রিয়া চলছে। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সরকার ও বিবাদীদের পক্ষ থেকে। তবে এগুলো অপর্যাপ্ত। বিশেষ করে ক্ষতিপূরণ ও চিকিৎসার ওপর জোর দিচ্ছি। ঘটনা প্রতিরোধে পরিদর্শন যে হয় না, সে বিষয়েও জোর দিচ্ছি। অগ্নিনির্বাপণ, ভবন নিরাপত্তা ও শিশুশ্রমের বিষয়ে জোর দিচ্ছি। আদালত এসব বিষয়ে আগেও নির্দেশনা দিয়েছেন, তবে তা অনুসরণ করা হচ্ছে না।’

এরপর রিটের প্রার্থনার অংশ উল্লেখ করেন আইনজীবী সারা হোসেন। এ সময় আদালত বলেন, ‘আদালতের (ভার্চ্যুয়াল একক বেঞ্চ) এখতিয়ার সীমিত, রুল দিতে পারব না।’ তখন সারা হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া যেতে পারে।’
আবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরে রিট আবেদনকারীদের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‌‘ওই ঘটনায় ফৌজদারি মামলা হয়েছে। মালিকপক্ষের প্রায় সবাই গ্রেপ্তারও হয়েছেন। প্রসিকিউশন তো সময়সাপেক্ষ ব্যাপার। এখন অনুসন্ধান ও তদন্ত হবে। ব্যবস্থা নেওয়া হয়নি এটি বলা কতটুকু ঠিক? ক্ষতিপূরণের হকদার বটে। যতটুকু দেখেছি ইতিমধ্যে ঘটনার পর মন্ত্রী গিয়েছিলেন, সরকারিভাবে দুই লাখ টাকা করে দেওয়ার কথা বলেছেন। পত্রিকায় দেখেছি শ্রমসচিব হাসপাতালে গিয়েছেন আহতদের দেখতে। আহতদের কিছু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। নিহতদের লাশের ডিএনএ টেস্ট হবে। নিউজে শুনেছি এখন পর্যন্ত ৫২টি লাশের মধ্যে একটি লাশ হস্তান্তর করা হয়েছে, যেটি শনাক্ত করা গেছে। বাকি ৫১টি লাশের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট হবে। এই প্রক্রিয়া সবাই জানেন যে এটি ২১ দিনের আগে সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত লাশগুলোর পরিচয় শনাক্ত না হচ্ছে, তাদের আত্মীয়স্বজনের কাছে না দেওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাকে-কীভাবে ক্ষতিপূরণের নির্বাচন ও মূল্যায়ন করা হবে? আপনার একটু অপেক্ষা করা দরকার।’

আদালত আরও বলেন, ‘আপনাদের উদ্বিগ্নতা ঠিক আছে। এই আদালতের (ভার্চ্যুয়াল একক বেঞ্চ) স্কোপ সীমিত। ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহতের বিষয়ে গত বছর রুল না দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল এই বেঞ্চ। তখন আপিল বিভাগে প্রশ্ন উঠেছিল, রুল ইস্যু না করে ক্ষতিপূরণের জন্য অর্থ নির্ধারণ করতে পারা যায় কি না? পরবর্তী সময়ে নিয়মিত রিট দায়ের করে রুল ইস্যু করা হয়েছিল।’

আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘এটি প্রথম এ রকম একটি ঘটনার পরে মালিকপক্ষকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনারাও রিটে তা চেয়েছেন। আর ক্ষতিপূরণের বিষয়ে একটু সময় নিন। এ বিষয়ে কতটুকু অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারব? গত বছরের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতদের ঘটনায় ক্ষতিপূরণ বিষয়ে আমি নির্দেশনা দিয়েছিলাম। চিকিৎসার ব্যাপারগুলো দেখা দরকার। সেখানে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা আপনারা পর্যবেক্ষণ করেন।’

আইনজীবী সারা হোসেন বলেন, ‘ক্ষতিপূরণ সরকার থেকে যেটি দেওয়া হচ্ছে, সেটি ঠিক ক্ষতিপূরণ ওই অর্থে নয়। সেটি অনুদানের মতো সহায়তা করার জন্য। সে জন্য ক্ষতিপূরণের কথা বলছি।’

আদালত বলেন, ‘শ্রমিক কল্যাণ ট্রাস্ট থেকে ওই অর্থ দেয়। মালিকপক্ষ সবাই এখন কারাগারে। লাশ শনাক্ত ও আত্মীয়স্বজনের পরিচয়ের প্রক্রিয়া শেষ হতে দিন। ক্ষতিপূরণ বিষয়ে ইতিপূর্বে হাইকোর্ট আদেশ দিয়েছেন। একটু সময় যাক। কোর্ট খোলার পর যথাযথ আবেদন নিয়ে আসা হলে রুল ইস্যুর মাধ্যমে বিস্তারিত দেখা যেতে পারে।’

আইনজীবী সারা হোসেন বলেন, ‘মালিকপক্ষ বলেছে তার কিছু করার নেই।’ রিট আবেদনকারীদের আরেক আইনজীবী অনীক আর হক বলেন, ‘ইন্ডাস্ট্রি দিয়ে জীবনে বড় ভুল করেছেন, নিজে কি আগুন লাগিয়েছেন—বলে এমডির সাক্ষাৎকারে এসেছে।’
একপর্যায়ে আদালত বলেন, ‘ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি হয়েছে, জেলা প্রশাসনেরও কমিটি হয়েছে। আপনারা সবাই পর্যবেক্ষণ করেন। নিয়মিত কোর্টে নিয়মিত ফর্মে আসলে সবার জন্যই ভালো হবে।’

রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল কি না ও শিশু শ্রমিক ছিল কি না, যদি নির্দেশনা দিতেন। এরপর আইনজীবী অনীক আর হক বলেন, রিপোর্ট দাখিলের জন্য নির্দেশনা দিতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে