শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির আকাশপথ ইসরায়েলের জন্য নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলি বিমানের জন্য আকাশপথ নিষিদ্ধ করেছে সৌদি আরব। হঠাৎ কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি।

গত মঙ্গলবার ইসরায়েলের জন্য আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি।

গেল বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরায়েলকে অনুমতি দেয় হয় সৌদি।

তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।