রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় ফিরেছে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফ্রি-কিকে গোল করলেন। আবার মিস করলেন পেনাল্টি। লিওনেল মেসির এমন অম্ল-মধুর পারফর্ম্যান্সে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

রবিবার রাতে লা লিগার ম্যাচে পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

গাব্রিয়েল পাউলিস্তার গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১২ মিনিটে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। শেষ দিকে কার্লোস সলের ব্যবধান কমালেও এবার আর বার্সেলোনাকে আটকাতে পারেনি তারা।

৩৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৭৬। রিয়ালের সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা সেভিয়ার পয়েন্ট ৭০।

এদিন ৫০ মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। সলেরের দূরের পোস্টে নেওয়া কর্নারে পেছন থেকে বিনা বাধায় ছুটে গিয়ে হেডে বল ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা।

সাত মিনিট পর সমতা টানেন মেসি। ভালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ঠেকানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বার্সেলোনা অধিনায়কের দুর্বল স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন ইয়াসপের সিলেসেন। আলগা বল পেয়ে পেদ্রির নেওয়া শট গোললাইনে প্রতিহত হয়। এরপরও বল ক্লিয়ার হয়নি, ফাঁকায় বল পেয়ে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন মেসি।

৬৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

৬৯তম মিনিটে মেসির সেই ফ্রি-কিক। প্রায় ২০ গজ দূর থেকে তার বাঁকানো শটে বল কাছের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

এবারের লিগে এই নিয়ে ২৮ গোল করলেন রেকর্ড সাতটি পিচিচি ট্রফি জয়ী মেসি। ৭ গোল কম নিয়ে তালিকার দুই নম্বরে করিম বেনজেমা।

৮৩ মিনিটে ব্যবধান কমায় ভালেন্সিয়া। ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন সলের।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪