রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হেফাজতের নেতৃত্ব ছাড়লেন নায়েবে আমির আউয়াল

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : হেফাজতের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল। হরতালে সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে শবে বরাতের বয়ানে তিনি এ ঘোষণা দেন।

হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আমির আবদুল আউয়াল এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘রোববার হরতালের দিন সকালে মসজিদে পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। ফজরের পর থেকে মসজিদের গেটের সামনে তিনটি জল কামান, সাজোয়া যান পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে স্পষ্ট জানিয়ে দেন মিছিল বের করতে চাইলে অ্যাকশনে যাবেন।’

তিনি বলেন, ‘তখন আমি সবার জানমাল রক্ষার স্বার্থে মসজিদের গেটের বাইরে যেতে বারণ করি। যদিও অনেক আবদার করেছে, চেষ্টাও করেছে, কিন্ত মসজিদ থেকে বের হতে পারি নাই। বের হতে দেই নাই। এখন শুনতেছি চিটাগাং রোডে ১৭টি গাড়ি পুড়ছে। ভিডিও ফুটেজে দেখা যায় সন্ত্রাসী লোকজন পুড়িয়েছে। আমাদের ছাত্ররা পোড়াই নাই। আমাদের অতিউৎসাহী লোকজন বুঝে না।’

নায়েবে আমির আবদুল আউয়াল বলেন, ‘আমি বলছি আল্লাহরওয়াস্তে আমি আর তোমাদের হেফাজতের দল করবো না। আমি মসজিদে থাকবো। ভবিষ্যতে আর নেতৃত্ব দিব না। মসজিদ মাদ্রাসা নিয়েই থাকবো। সরাসরি নেতৃত্বে আর যাবো না, যাবো না, যাবো না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কর্মসূচিতে হামলার প্রতিবাদে ২৭ মার্চ হরতাল ডেকেছিল হেফাজতে ইসলাম। ওইদিন নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। প্রাণহাণির ঘটনাও ঘটে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪