রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতায় ক্ষয়ক্ষতির ছায়া দলিল তৈরির নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস ভাঙচুর ও নাশকতা রোধে নিরাপত্তামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

নির্দেশনা নাশকতায় ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকার পাশাপাশি জমির ছায়া দলিল তৈরির কথা বলা হয়েছে। সোমবার এ নির্দেশনা দেয়া হয়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়। ভূমি-সংক্রান্ত কাজ পরিচালনা এবং জালিয়াতি রোধে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত দলিলের ছায়া দলিল আগামী ৭ কর্মদিবসের মধ্যে তৈরি করতে বলা হয়েছে। এ জন্য প্রতি ইউনিয়ন ভূমি অফিসে একজন করে সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিতে বলা হয়েছে।

হেফাজতের সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘাতের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি অন্যান্য ভবনে ভাঙচুর চালানো হয়। সে সময় অগ্নিসংযোগে সরকারি অনেক নথি পুড়ে যায়। হামলার সময় বিভিন্ন সরকারি নথি ও দলিল ভবনের বাইরে ফেলে দেওয়া হয়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পার্শ্ববর্তী সদর ইউনিয়ন ভূমি অফিস ও অন্যান্য সরকারি ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ৭ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। নির্দেশনায় ভূমি ও অন্যান্য সরকারি অফিসে ভাঙচুর ও ক্ষয়ক্ষতিকে ‘অপূরণীয় ও অনাকাঙ্ক্ষিত’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করতে ও দলিল সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪