সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে ফের পুলিশের গুলিতে নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হলো।

নতুন নিহতদের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী মান্দালয়ে ২ জন, মধ্যাঞ্চলীয় পিয়ায়ি শহরে একজন এবং বৃহত্তম শহর ইয়াঙ্গুনের থারকেটায় পুলিশ স্টেশনের বাইরে গুলিবর্ষণে ২ জনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ১৯৮৮ সালে সরকারবিরোধী বিক্ষোভে নিহত এক ছাত্রের মৃত্যুবার্ষিকী ঘিরে যখন জোরালো প্রতিবাদের ডাক দেওয়া হলো, ঠিক তখনি নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটলো।

এদিকে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে চলছে জান্তাবিরোধী বিক্ষোভ। সেনা অভ্যুত্থানের অবসান এবং দেশটির নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে।

চলমান বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল গত ৩ মার্চ। মিয়ানমারের বিভিন্ন নগর ও শহরে সেদিন ৩৮ জন বিক্ষোভকারী নিহত হন।

এ জাতীয় আরও খবর