শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলার আসামী সুজন গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ফোর লেন প্রকল্পে অধিগ্রহনের সরকারী অর্থ পাইয়ে দেয়ার কথা বলে চাঁদাবাজির ঘটনার মামলায় সুজন (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী সুজন পৌর শহরের নয়নপুর এলাকার আমিন মিয়ার ছেলে।

মামলার সূত্র জানাযায়, বিজ্ঞ আদালতের নির্দেশে সদর থানায় একটি চাঁদাবাজি মামলা এজাহার ভুক্ত হয়। সদর উপজেলার বিজেশ^র গ্রামের মৃত ইদ্রিস ভূইয়ার ছেলে আবুল কালাম বাদি হয়ে মামলা করে। অধিগ্রহনের সরকারী অর্থ পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করেন আসামীরা।

পরে মামলার বাদিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এঘটনায় জলিলসহ ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন আবুল কালাম। এর আগে মামলার দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন, নিয়মিত মামলায় সুজনকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।