রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬.২ সেকেন্ডে গোল!

news-image

স্পোর্টস ডেস্ক : সাসসুয়োলোর বিপক্ষে দ্রুত গোল পাওয়া দরকার ছিল এসি মিলানের। লিগে টানা দুই ম্যাচ ড্র করেছে মিলান। আর সে সুযোগে পয়েন্টে তাদের প্রায় ধরে ফেলেছে জুভেন্টাস ও ইন্টার মিলান। সাসসুয়োলোর মাঠে আজ পা হড়কালেই গত দুই তিন মাসের পরিশ্রম জলে যেত দলটির। স্তেফানো পিওলি তাই আজ দাপট দেখিয়ে ম্যাচ শুরুর কথাই হয়তো বলেছিলেন তাঁর খেলোয়াড়দের। তাই বলে এমন শুরু নিশ্চয় কল্পনাও করেননি মিলান কোচ।

ম্যাচ শুরু হওয়ার বাঁশি বাজালেন রেফারি। বল নিয়ে ছুটল মিলান। সে ছোটা থামার আগেই বল সাসসুয়োলোর জালে! ৬.২ সেকেন্ডে গোল করে বসলেন মিলানের স্ট্রাইকার রাফায়েল লিয়াও। সিরি ‘আ’-তে দ্রুততম গোলের রেকর্ড তো বটেই, এমনকি ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই এত দ্রুত গোল আর করেননি কেউ।

গতকালই লিগ টেবিলের শীর্ষে মিলানের কাছে চলে এসেছে জুভেন্টাস। আজ প্রতিপক্ষের মাঠে তাই ব্যবধান বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল মিলানের। বহু দিন পর লিগে সেই পুরোনো মিলানের দেখা মিলছে। তাই বলে ম্যাচের বয়স ১০ সেকেন্ডের আগেই গোল খেয়ে বসবে, এতটাও নিশ্চয় ভাবেনি সাসসুয়োলো।

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ব্রাহিম দিয়াজ বল দিলেন হাকান চালহানলুর কাছে। সে বল ফেরত চাইছিলেন বারবার দিয়াজ, কিন্তু ড্রিবলিং করে ছুটে যাওয়া চালহানলু থামছিলেন না। প্রায় অর্ধেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎ বল বাড়িয়ে দিলেন পর্তুগিজ লিয়াওর দিকে। বল ধরেই একটানে বক্সে ঢুকে পড়েই শট নিলেন লিয়াও। সাসসুয়োলো গোলরক্ষক আন্দ্রেয়া কনসিলি হতভম্ব হয়ে দেখলেন কীভাবে তাঁকে ফাঁকি দিয়ে বল চলে যাচ্ছে জালে।

কিছুটা বিস্ময় আর অনেকটাই অবিশ্বাস নিয়েই লিয়াওর সঙ্গে গোলের উল্লাসে মেতে উঠলেন সতীর্থরা। এ গোল যে সিরি ‘আ’র সবচেয়ে দ্রুততম সে তথ্য তখনই ছড়িয়ে পড়ল। ২০০১ সাকে ফিওরেন্টিনার বিপক্ষে পিয়াচেঞ্জার হয়ে পাওলো পজ্ঞি ৮.১ সেকেন্ডে গোল করেছিলেন। সে রেকর্ড ১৯ বছর পর ভেঙে গেল আজ।

লিয়াওর এ গোল যে ইউরোপের শীর্ষ পাঁচ লিগেরই দ্রুততম, সেটাও অবশ্য একটু ঘাটতেই জানা গেল। বুন্দেসলিগার এ রেকর্ড ৯.২ সেকেন্ডের। ২০১৪ সালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার লেভারকুসেনের করিম বেলারাবিও ম্যাচের প্রথম আক্রমণেই গোল করছিলেন। ফ্রেঞ্চ লিগের সবচেয়ে দ্রুতগতির গোলটি কাঁর মিকেল রিওর। কানের বিপক্ষে ১৯৯২ সালে ম্যাচের ৮ সেকেন্ডেই গোল করেছিলেন রিও।

লা লিগায় এ রেকর্ডও অপরিচিত এক নামের। ২০০৮ সালে এসপানিওলের বিপক্ষে ম্যাচের ৭.৮ সেকেন্ডে গোল করেছিলেন রিয়াল ভায়াদোলিদের হোসেবা ইয়োরেন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটি অবশ্য এখনো তাজা। ২০১৯ মৌসুমে ওয়াটফোর্ড ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গিয়েছিলেন শেন লং। গোলরক্ষক ফস্টারের মাথার ওপর দিয়ে সাউদাম্পটনের লংয়ের নেওয়া শট যখন জালে আশ্রয় নিল, তখন ম্যাচের ঘড়িতে মাত্র ৭.৬৯ সেকেন্ড! তবে একমাত্র রেকর্ডধারী হিসেবে জয় ছাড়া মাঠ ছেড়েছিলেন লং।

আজ লিয়াওর লংয়ের ভাগ্য বরণ করার সম্ভাবনা কম। ১২ মিনিটেই গোল করে বসেছিলেন চালহানলু। সেটা ভিএআর বাতিল করলেও ২৬ মিনিটে মিলানের ব্যবধান বাড়িয়েছেন অ্যালেক্সিস সায়েলমেকেরস।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত