সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শোয়েব আখতার ভেবেছিলেন ভারতের রান ৩৬৯!

news-image

স্পোর্টস ডেস্ক : কেউ জশ হ্যাজলউড আর প্যাট কামিন্সের বোলিংয়ের প্রশংসায় মেতেছেন, তো কেউ মুণ্ডুপাত করছেন বিরাট কোহলিদের। কেউ আবার পুরো ব্যাপারটাতে মজা খুঁজে পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ট্রল বা কৌতুকও হচ্ছে ভারতের ইনিংস নিয়ে।

এর মধ্যে হাস্যরসের জোগান দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও। ঘুম থেকে উঠে টিভি দেখে শোয়েব নাকি প্রথমে ভেবেছিলেন ভারতের স্কোর ৩৬৯! আসলে সেটা টিভিতে তখন দেখাচ্ছিল, ৩৬/৯।

অ্যাডিলেডে আজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে দুঃস্বপ্নকে সত্যি হতে দেখেছে ভারত। কাল ১ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৬২ রানে এগিয়ে ছিল কোহলির দল। আজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ৩৬ রানে। জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের চোখধাঁধানো বোলিংয়ের যেন কোনো উত্তরই ছিল না কোহলিদের কাছে। তিন দিনের মধ্যেই ৮ উইকেটে ম্যাচটা জিতে গেছে অস্ট্রেলিয়া।

তা ভারতের ইনিংস যখন শেষ হচ্ছে, তখন নাকি ঘুম ভেঙেছিল শোয়েবের। কিন্তু ঘুম ঘুম চোখে ভুলই বুঝেছিলেন তিনি। ‘ঘুম থেকে উঠে দেখলাম (ভারতের) স্কোর ৩৬৯। বিশ্বাসই করতে পারছিলাম না। চোখ–মুখ ধুয়ে তারপর দেখলাম স্কোর আসলে ৩৬/৯। এটাও বিশ্বাস করতে পারছিলাম না, পরে আবার ঘুমিয়ে গেলাম’—টুইটারে লিখেছেন শোয়েব।

সঙ্গে জুড়ে দেওয়া ভিডিওতে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বলেছেন, ‘বিব্রতকর হার। বিব্রতকর ব্যাটিং। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যাটিং ধসে পড়েছে। আমাদের রেকর্ডও ভেঙে দিয়েছে তারা!’

পাকিস্তানের কোন রেকর্ড ভেঙেছে ভারত, সে অবশ্য একটা প্রশ্ন বটে। শোয়েব হয়তো এই জায়গাটাতে একটু গুলিয়ে ফেলেছেন। টেস্টে পাকিস্তানের সবচেয়ে কম রানের ইনিংস ৪৯ রানের, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আজকের ৩৬ রান ভারতের নিজেদের সবচেয়ে কম রানের ইনিংস ঠিকই, তবে এর আগেও ১৯৭৪ সালে ইংল্যান্ডের কাছে লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত।

শোয়েবকে সেটি ভিডিওর নিচে মন্তব্যে মনে করিয়ে দিয়েছেন তাঁর কয়েকজন অনুসারী। তবে ভিডিও করার সময় সম্ভবত ভারতের আগের সর্বনিম্ন স্কোর যে ৪২ ছিল, সেটি জানতেন না শোয়েব। ভিডিওতে তাই তাঁর খুশি, ‘লজ্জাজনক পারফরম্যান্স। তবে আমাদের রেকর্ড তারা ভেঙে দিয়েছে, এতেই খুশি লাগছে আমার।’

সঙ্গে ভারতের খেলোয়াড়দের প্রতি শোয়েবের পরামর্শ, ‘ক্রিকেটে এমনটা হতেই পারে। মেনে নাও এটা। সমালোচনাগুলো সয়ে নাও। এখন সেটা (অনেক সমালোচনা) হবে। মহাশক্তিধর ভারত এভাবে ধসে পড়ল। খারাপই হলো।’

পাকিস্তানের কিংবদন্তি আরেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামও টুইট করেছেন এ ম্যাচ নিয়ে। এভাবে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বেশ চমকে গেছেন ওয়াসিম, ‘দাঁড়ান, কী হলো এটা! আমি একটু গলফ খেলতে গিয়েছিলাম, এসে দেখি ম্যাচ শেষ! অস্ট্রেলিয়ানরা কী দারুণ বোলিংই না করল! পেস বোলিং আসলেই পার্থক্য গড়ে দেয়!’

ভারতের লজ্জার হার নিয়ে মজা করে টুইট করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগও। ভারতের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক পেরোতে পারেননি। তাতে স্কোরকার্ডটা কারও চোখে দেখাচ্ছে ১১ সংখ্যার টেলিফোন ডিজিটের মতো, আর শেবাগের কাছে সেটি ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ওটিপি। তাঁর টুইট, ‘এই পুরো ব্যাপারটা ভুলে যাওয়ার ওটিপি হচ্ছে ৪৯২০৪০৮৪০৪১।’

সংখ্যাগুলো হচ্ছে ইনিংসে ভারতের ১১ ব্যাটসম্যানের রান!

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে