শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া-ভারত সমতা

news-image

স্পোর্টস ডেস্ক : চেতেশ্বর পূজারার ধৈর্য, বিরাট কোহলির লড়াই এবং অজিঙ্কা রাহানের আক্রমণাত্মক ব্যাটিং। বিদেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্টের প্রথম দিন এটাই ভারতীয় ব্যাটিংয়ের সার-সংক্ষেপ।

অ্যাডিলেড ওভালে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছে ভারত।

অধিনায়ক বিরাট কোহলি দিনের সর্বোচ্চ ৭৪ রানে রানআউট হয়েছেন। দিনের শেষ সেশনে ৩ উইকেট হারিয়েছে ভারত। তাতে দুই দল দিন শেষ করেছে সমান সমান অবস্থানে থেকে।

প্রথম দুটি সেশনে ভারতীয় ইনিংসের রান তোলার গতি কম থাকলেও তৃতীয় তথা দিনের শেষ সেশনে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। কোহলির রানআউট হওয়াটা ভারতীয় ইনিংসের জন্য দুর্ভাগ্যজনক। না-হলে পিঙ্ক টেস্টের প্রথম দিনের শেষে ভালো জায়গায় থাকত ভারত। প্রথম দুটি সেশনে তিন উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল অতিথি দলটি।

টস জিতে এদিন শুরুটা ভালো হয়নি ভারতের। পৃথ্বী শ-কে ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান স্টার্ক। অর্থাৎ স্কোর কোনো রান যোগ করার আগেই পৃথ্বীর উইকেট হারায় ভারত। অন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে (১৭) সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন পূজারা (৪৩)। তবে আগারওয়ালও ফিরে যান দলীয় ৩২ রানে।

এরপর কোহলি দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে পূজারার সঙ্গে যোগ করেন ৬৮ রান। চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে যোগ করেন ৮৮ রান।

ভালোই এগোচ্ছিল ভারতীয়দের ইনিংস। কিন্তু শেষ সেশনে কোহলির আউটের পরই ঘটে ছন্দ পতন। ৩ উইকেটে ১৮৮ থেকে ৬ উইকেটে ২০৬ রানে পরিণত হয় দলটির ইনিংস।

ঋদ্ধিমান সাহা ৯ ও রবিচন্দ্রন অশ্বিন ১৫ রানে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৪৯ রানে ২ উইকেট নিয়ে দিনের সবচেয়ে সফল বোলার।

সংক্ষিপ্ত স্কোর

প্রথম টেস্ট

অ্যাডিলেড ওভাল (প্রথম দিন)

ভারত

২৩৩-৬: কোহলি ৭৪, পূজারা ৪৩, রাহানে ৪২; স্টার্ক ২/৪৯।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ