রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ১শ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড আগাম ভোটের

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। হাতে এখনও ৪ দিন বাকি। আর এরই মধ্যে দেশটির ৮ কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডা জানিয়েছে, গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে আগাম ভোটের সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ‘ইউএস ইলেকশন প্রজেক্ট’ থেকে প্রকাশিত টালি থেকে এ তথ্য মিলেছে।

তথ্য বলছে, এখন পর্যন্ত ২০১৬ সালের নির্বাচনে পড়া আগাম ভো‍টের থেকে এবার ৫৮ শতাংশের বেশি ভোট পড়েছে।

ধারণা করা হচ্ছে, এমনটা চলতে থাকলে বাকি দিনগুলো যে পরিমাণ আগাম ভোট পড়বে তা গত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটকেও ছাড়িয়ে যাবে।
সেবার প্রায় ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল। এর মধ্যে আগাম ভোট ছিল চার কোটি ৭০ লাখ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য বলছে , ডেমোক্র্যাটিক দলের নিবন্ধিত এক কোটি ৮২ লাখ সমর্থক আগাম ভোট দিয়েছেন। রিপাবলিকানদের এ সংখ্যা এক কোটি ১৫ লাখ। এছাড়া ৮৮ লাখ নিরপেক্ষ ভোটার আগাম ভোট দিয়েছেন।

করোনা পরিস্থিতিতে এতো আগাম ভোট পড়া নিয়ে বিস্মিত যুক্তরাষ্ট্রের নির্বাচন বিশ্লেষকরা। তবে আমেরিকান ভোটারদের ভোটের প্রতি আগ্রহ যে বিন্দুমাত্র কমেনি তার প্রমাণ দিচ্ছে এই আগাম ভোট।

গত কয়েকদিন ধরেই ডাকযোগে এবং আগাম ভোটকেন্দ্রগুলোতে গিয়ে ভোট দিচ্ছেন আমেরিকানরা।

আগাম ভোটে আমেরিকানদের এই আগ্রহের বিষয়ে বিশ্লেষকরা করোনা পরিস্থিতিকে দায়ী করছেন।

তারা বলছেন, করোনায় মৃত্যুপুরীতে পরিণত যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়া কে নিরাপদ মনে করছেন আমেরিকার ভোটাররা।

ভোটের দিন জনসমাগম এবং ভিড় এড়িয়ে চলে সংক্রামণ থেকে বাঁচতে মানুষ এই আগাম ভোটের দিকেই ঝুঁকছে।

রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগাম ভোট দিয়েছেন।

জনমত জরিপে, ভোটের লড়াইয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে আছেন।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত