শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হতাশায় কোটি টাকার মার্সিডিজে আগুন!

news-image

অনলাইন ডেস্ক : হতাশায় মিখাইল লিৎভিন নামের এক রাশান ইউটিউবার পুড়িয়ে দিয়েছেন নিজের কয়েক কোটি টাকা দামের মার্সিডিজ গাড়ি। এই ঘটনার ভিডিও দেখে লাখ লাখ দর্শক স্তম্ভিত।

গাড়িটি নিয়ে একের পর এক ঝামেলা লেগে থাকায় বিরক্ত ও হতাশ হয়ে মিখাইল লিৎভিন একটি খালি মাঠের মাঝখানে নিজের দামি মার্সিডিজটি পুড়িয়ে দেন।

এনডিটিভি জানিয়েছে, দোকান থেকে কেনার পর লিৎভিনের মার্সিডিজ-এএমজি জিটি ৬৩ এস গাড়িটি বেশ কয়েকবারই নষ্ট হয়ে যায়। তিন কোটি টাকা দামের ওই গাড়িটি সারাইয়ে ৫ বার ডিলারের দোকানে পাঠাতে হয়। কিন্তু প্রতিবারই ঠিক করার পর নতুন আরেকটা ঝামেলা বাধে।

মার্সিডিজটি কেনার পর সারাইয়ের দোকানেই এটি ৪০ দিনের বেশি কাটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ওয়েবসাইট ভিসি ডটআরইউ। এর মধ্যে একবার গাড়িটির টারবাইন বদলে জার্মানি থেকে নতুন আরেকটি নিয়েও আসা হয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি।

শেষবার নষ্ট হওয়ার পর ডিলারের দোকান লিৎভিনের ফোনের উত্তর দেওয়াও বন্ধ করে দেয়। রাগে, ক্ষোভে, হতাশায় রুশ এ ইউটিউবার গাড়িটি জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

পরে নিজের ইউটিউব চ্যানেলে খালি মাঠের মাঝখানে মার্সিডিজ পোডানোর ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে গাড়িতে পেট্রল ঢালার পর লিৎভিনকে লাইটারের সাহায্যে আগুন ধরাতে দেখা গেছে।

ইউটিউবে তার অনুসারী সংখ্যা ৫০ লাখের কাছাকাছি হলেও মার্সিডিজ পোড়ানোর এ ভিডিও এরই মধ্যে এক কোটি ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

অনেকে তার এ বিপজ্জনক ও অদ্ভূত ভিডিও ধারণের সমালোচনাও করেছেন। তবে কমেন্ট সেকশনের বেশিরভাগ মন্তব্যই ছিল মজার।

আমেরিকান ব্লগাররা আইফোন গুড়িয়ে দেয়, আর রাশিয়ান ব্লগাররা মার্সিডিজ পোড়ায়, লিখেছেন একজন। অন্য আরেকজনের মতে, গাড়ি পোড়ানোর এই ভিডিও-ই লিৎভিনের ক্ষতি পুষিয়ে দেবে। বিজ্ঞাপন থেকে যা আয় হবে, তা এরকম দুটো কেনার জন্য যথেষ্ট।