সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাহীসহ সব ক্রিকেটারদের করোনা নেগেটিভ

news-image

স্পোর্টস ডেস্ক : জৈব সুরক্ষা বলয়ে দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের ক্যাম্প শুরুর আগে সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

গত ২২ সেপ্টেম্বর সবশেষ ২৭ ক্রিকেটারের মধ্যে ২৬ জনেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। শুধু মাত্র আবু জায়েদ রাহী কোভিড-১৯ পজিটিভ হন। এবার রাহীও করোনামুক্ত হয়েছেন।

জাতীয় দলের ক্রিকেটাররা বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করেছেন। তার আগে হোটেল সোনারগাঁয়ে চেক ইনও করেছেন সবাই।

বুধবার জাতীয় দলের স্কিল ক্যাম্পের ২৭ ক্রিকেটারসহ মোট ১১৫ জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। এদের মধ্যে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ, অনূর্ধ্ব-১৯ স্কিল ক্যাম্পের ২৮ ক্রিকেটার, সোনারগাঁও হোটেলের ৩২ স্টাফও ছিলেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দলসহ সোনারগাঁও হোটেলে বেশ কিছু কর্মী মিলিয়ে ১১৫ জনের করোনা পরীক্ষা করেছি। সবার ফলাফলই নেগেটিভ এসেছে।’

করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বিকেএসপিতে চলে গেছেন সকালেই। চার সপ্তাহের স্কিল ক্যাম্পে আকবর আলীদের উত্তরসূরিরা ৫টি প্রস্তুতি ম্যাচও খেলবে।

এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের এবারের ক্যাম্পটি হচ্ছে প্রস্তুতি ম্যাচ নির্ভর। শ্রীলঙ্কা সফর সামনে রেখে শুরু হওয়া এই ক্যাম্পের প্রথম ধাপে ক্রিকেটাররা শুধু মাঠের অনুশীলনেই ব্যস্ত ছিলেন। এই ধাপে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।

এদিকে এইচপির অনুশীলনও শুরু হওয়ার কথা। জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের তিন দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চিন্তাও রয়েছে বিসিবির।

সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘আমরা অনুশীলনে ফিরেছি। এখন ম্যাচেও ফেরাতে চাই ক্রিকেটারদের। এইচপির ক্যাম্প শুরু হবে। এইচপি ও জাতীয় দল মিলিয়ে ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা চলছে।’

যোগ করেন, ‘অক্টোবরে নিজেদের মধ্যে ম্যাচ আয়োজনের পর সব ঠিক থাকলে নভেম্বরে-ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেট শুরু করে দেব।’

এ জাতীয় আরও খবর

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে

হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ