রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক সম্পৃক্ততা : ফেঁসে যাচ্ছেন সারা আলি ও রাকুল প্রীত

news-image

বিনোদন ডেস্ক : ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরায় সারা আলি খান, রাকুলপ্রীত সিংদের নাম নিয়েছেন রিয়া চক্রবর্তী। মাদক কাণ্ডে সারা, রাকুলপ্রীত সিংদের নাম জড়ানো পর সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চলছে জোর চর্চা। ইন্টারনেট দুনিয়া ঘুরে বেড়াচ্ছে হাজারো মিম।

সারা, রাকুলদের সঙ্গে রিয়ার পুরনো ছবি খুঁজে বের করে মশকরা করতেও ছাড়ছেন না নেটিজেনরা। এক নেটিজেন সারা, রাকুল, রিয়ার একসঙ্গে বেশকয়েকটা ছবি দিয়ে লিখেছেন, ‘আপনারা চাইলেই সারা-রিয়া, রাকুল-রিয়া, সিমন-রিয়াদের ছবি পেয়ে যাবেন, তবে কোথাও এই ৪ জনের সঙ্গে সুশান্তের ছবি পাবেন না।’ প্রসঙ্গত, রিয়া NCB-কে জানিয়েছেন, ‘সারা, রাকুলপ্রীত, সুশান্ত আর আমি মাঝে মধ্যেই একসঙ্গে বসে মাদক সেবন করতাম।’ সে প্রসঙ্গেই যে এই ব্যক্তি একথা বলেছেন, তা বেশ বোঝা যায়।

এক নেট নাগরিক সারার আজব ছবি দিয়ে লিখেছেন, ‘বেশি ড্রাগ নেওয়ার পর সারার অবস্থা…’ একটি ফটোশপ করা ছবিতে দেখা যাচ্ছে রাকুলপ্রীত বাইক চালিয়ে সারা ও সিমনকে নিয়ে যাচ্ছেন, তাতে লেখা হয়েছে, ‘জানেন নিশ্চয় এনারা কোথায় যাচ্ছেন?’ আন্দাজ করা যায়, NCB- সারা, রাকুল, সিমনদের ডাকতে পারে এই খবরটি শোনার পরই এই মিম বানানো হয়েছে। এখানেই শেষ নয়, সারা, রাকুল, সিমন, রিয়াদের নিয়ে আরও অনেক মিম-ই ঘুরে বেড়াচ্ছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, NCB জেরায় মাদককাণ্ডে রিয়া চক্রবর্তী সারা আলি খান, রাকুলপ্রীত সিং, সিমন খাম্বাট্টা ছাড়াও ‘দিল বেচারা’র পরিচালক মকেশ ছাবরা, সুশান্তের প্রাক্তন ম্যানেজার রোহিনী আইয়ারের নাম নিয়েছেন। এখানেই শেষ নয়, রিয়া দাবি করেছেন ৮০ শতাংশ বলি তারকাই মাদকাসক্ত। রিয়া প্রায় ২৫ জন বলি অভিনেতার নাম করেছেন বলে খবর।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪