শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিকান্ডক্ষতিগ্রস্থদের পাশে রংপুরের উপজেলা চেয়ারম্যান ববি

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদরের পালিচড়া মাধবপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ পরিবারের বসতবাড়ি ভুম্মীভুত হয়েছে। এতে টিনশেট ঘর, গুরু, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাড়িয়েছে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে মাধবপুরে সৈয়দ আলী, আইয়ুব আলী, জোবেদা বেগম, মাসুম মিয়া, মকবুল হোসেন, আনিছুৃল ইসলামসহ ৭ পরিবারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে সব কটি বাড়ির বসত ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সব কিছু পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর ২৪জন খোলা আকাশের নিচে অসহায় মানবেতর জীবন যাপন করছে।

এদিকে আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষনিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার, শাড়ি, লুঙ্গি , চাদর ও কম্বল বিতরণ করেন। এসময় সদর নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, সদ্যপুষ্করিনী ইউপি চেয়ারম্যান সোহেল রানা, আওয়ামীলীগের সভাপতি মোকছেদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।