শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকুরী রাজস্বখাতে নেয়ার দাবীতে রংপুরে সমবায় সমিতির কর্মীদের বিভাগীয় সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : চাকুরী রাজস্বখাতে নেয়ার দাবীতে রংপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) কর্মীরা বিভাগীয় সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন রংপুর বিভাগের উদ্যোগে রংপুর বিআরডিবি কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইউসিসিএ’র কেন্দ্রীয় সভাপতি মোঃ দুলাল মিয়া। সংগঠনের রংপুর জেলা সভাপতি বিনোদ চন্দ্র বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বদরগঞ্জ উপজেলা ইউসিসিএ’র সভাপতি মমতাজ আলী, গঙ্গাচড়া ইউসিসিএ’র সভাপতি সাজু মিয়া, তারাগঞ্জ ইউসিসিএ’র সভাপতি ছাদেক আলী সরকার।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যরা এখন বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। সমিতির আয় দিয়ে সমিতির কর্মীদের বেতন প্রদানের কথা থাকলেও সমিতিগুলো তা দিতে হিমশিম খাচ্ছে। এতে করে কর্মীদের অনেকে ১৩২ মাস থেকে বেতন পাচ্ছেন না। সরকার বিগত সময়ে বেতন খাতে থোক বরাদ্দ দিলেও তা বন্ধ করে দিয়েছে। গ্রামের অসহায় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ঋণ কর্মসূচীতে কাজ করা এসব কর্মীদের অবিলম্বে রাজস্ব খাতে নেয়ার দাবী জানান বক্তারা।