শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের ব্যর্থতার চিত্র দিনদিন জনগণের কাছে স্পষ্ট হচ্ছে : জিএম কাদের

news-image

সোহেল রশীদ,রংপুর : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারকে প্রমাণ করতে হবে তারা কারও কাছে জিম্মি নয়। সরকারের ব্যর্থতার চিত্র দিনদিন জনগণের কাছে স্পষ্ট হচ্ছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।’

বুধবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে রংপুর এসে দর্শনাস্থ পল্লীনিবাসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, ‘সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে। মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ‘শুধু পেঁয়াজ নয় নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে চলেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই এই পরিস্থিতি।’

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পল্লীনিবাসে শায়িত সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন।

এসময় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।