শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৬টি নতুন রাজনৈতিক দলের মধ্যে ৭৪টির নিবন্ধনই বাতিল

news-image

৭৬টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করলেও ৭৪টির বাতিল। শেষ পর্যন্ত টিকে রয়েছে বাংলাদেশ কংগ্রেস এবং গণআজাদী লীগ। আবেদন করা অন্য নতুন দলগুলো বলছে সবগুলো শর্ত মানা হলেও এব্যাপারে উদাসীন নির্বাচন কমিশন। তবে ইসি সূত্র জানায়, যথাযথ প্রক্রিয়া মেনেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।

১৬ কোটি মানুষের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের সংখ্যা। গত বছর অক্টোবরে রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য আবেদন করে ৭৬টি দল। প্রথম দুই দফা যাচাইবাছাইয়ে বাদ পড়ে ২৯টি দল। বাকি ৪৭দলের রাজনৈতিক কার্যালয়সহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করে ইসি। জেলা ও উপজেলার তথ্য সংগ্রহ করে ২টি দল বাদে ৪৫টি দলই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

গতকাল মঙ্গলবার এমন নথি নির্বাচন কমিশনারদের কাছে উপস্থাপন করেছে ইসি কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আবেদনে প্রয়োজন নিয়ম অনুসারে তথ্য দিতে ব্যর্থ হওয়ায় বাতিল হয়েছে দলগুলো।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ইসি বলেছে প্রত্যেক থানা বা উপজেলায় অফিস থাকতে হবে। কার্যালয় এবং জেলা ভিত্তিক তথ্য আমরা জমা দিয়েছি। এখন নির্বাচন কমিশন যদি মনে করে শর্ত পূরণ করতে হবে। এখন কি শর্ত পূরণ করতে হবে সেটা তো জানাতে হবে।

নিবন্ধন তালিকা থেকে বাদ পড়া দলকে বিষয়টি জানাবে নির্বাচন কমিশন। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর