শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। শিগগিরই তার মুক্তি প্রয়োজন। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ মে) রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসার সুযোগ দেয়া হোক।

এর আগে বিকাল ৫ টার দিকে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা হলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার তার ছেলে অভিক এস্কান্দার, নাতনি রাইদা ইসলাম, ভাগনি শাহীনা খান জামান, গাড়িচালক নুরুল ইসলাম ও মামুন নামে আরও একজন।

সোমবার বিকালে পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করার জন্য তারা নামের তালিকা পাঠান কারা কর্তৃপক্ষের কাছে। পরে তাদের ভেতরে ঢোকার অনুমতি দেয়া হয়। সংবাদ সম্মেলনে আগামীকাল অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।