বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মালিতে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

news-image

পশ্চিম আফ্রিকার দেশ মালি’র দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার জন। তারা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

স্থানীয় সময় দুপুর আনুমানিক আড়াইটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ দুর্ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার বাসিন্দা ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ময়মনসিংহের ল্যান্স কর্পোরাল আকতার (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), পাবনা জেলার সৈনিক রায়হান (৩২ ইবি) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সৈনিক জামাল (৩২ ইবি)।

আহতরা হলেন- নঁওগা জেলার বাসিন্দা কর্পোরাল রাসেল (৩২ ইবি), রাজবাড়ীর সৈনিক আকরাম (৩২ ইবি), যশোরের সৈনিক নিউটন (১৭ বীর) ও কুড়িগ্রাম জেলার সৈনিক রাশেদ (৩২ ইবি)।