শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে আমরা খুশি’

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ঘোষণার অপেক্ষায় থাকা দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা নির্দোষ প্রমাণ হলে খুশি হবেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক কর্মশালায় গিয়ে এই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশনের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে বৃহস্পতিবার। গত ২৫ জানুয়ারি রায় ঘোষণার তারিখ আসার পরেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। বিএনপি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে আর নাশকতা করলে ব্যবস্থার পাল্টা সতর্কতা দিচ্ছে আওয়ামী লীগ।

হানিফ বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা আওয়ামী লীগ সরকারের সময় হয়নি, মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়। আমরা বলেছি এই মামলায় আদালতোর মাধ্যমে বেগম জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে আমরা খুশি। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমাদের কোনো আপত্তি নেই।’

‘তবে এই মামলা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি।’ রায়কে সামনে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে হানিফ বলেন, ‘দেশে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না।’

তবে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন বলে বিশ্বাস করেন হানিফ। বলেন, ‘এই দেশে আইন সবার জন্য সমান। আইনের চোখে আপনি অপরাধী হলে শাস্তি আপনাকে পেতে হবে। আপনি এতই দৈন্য ছিলেন যে আপনার এতিমের টাকা আত্মসাৎ করতে হয়েছে।’

‘এতিমের টাকা আত্মসাৎ করা ইসলাম সমর্থন করে না। প্রত্যেকটি মানুষের কর্মের ফল আখেরাতে পেতে হবে।’

হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে গিয়ে খালেদা জিয়ার একটি বক্তব্যেরও জবাব দেন হানিফ। বলেন, ‘আপনি বলেছেন দেশের মানুষের চোখের ভাষা বুঝতে হবে। এই দেশের ১০-১৫ হাজার মানুষের চোখের ভাষা দিয়ে ১৬ কোটি মানুষের চোখের ভাষা বোঝা যায় না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে দেশের জনগণ আছে।’

ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী ও শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪