শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালতে খালেদা জিয়া, চলছে যুক্তিতর্ক

news-image

আদালত প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি।

তবে খালেদা জিয়া পৌঁছানোর আগেই আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু করেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে মঙ্গলবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে বিএনপি চেয়ারপারসন জিয়ার সাত বছর কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এ সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ মামলার প্রথম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক তুলে ধরে বক্তব্য দেন।

এ সময় তিনি ৩২ আসামির সাক্ষ্যগ্রহণের বিষয় এবং মামলার সারমর্ম তুলে ধরেন আদালতে।এর আগে গত ২৫ জানুয়ারি আদালত এ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন।