সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগর উপনির্বাচন : আলোচনায় এবার মৎস্যমন্ত্রীর স্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের শূন্যতা পূরণ করবেন কে এ নিয়ে শুরু হয়েছে সর্বত্র আলোচনা। উপনির্বাচনে তার পরিবারের কেউ প্রার্থী হচ্ছেন কি না এমন প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে সবাইকে। তবে ছায়েদুল হক পত্নী দিলশাদ আরা বেগম চিনু বলেছেন, ‘এটি এলাকার জনগণই ঠিক করবে।

প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন সেটিই করব আমরা।’ তবে উপনির্বাচনে দিলশাদ আরা বেগম চিনু আওয়ামী লীগের মনোনয়ন পাবেন এমন আলোচনা চলছে জোরেশোরে। তিনি উচ্চশিক্ষিত। ছায়েদুল হকের রাজনীতিতে প্রেরণা জুগিয়েছেন তিনিই। দিলশাদ আরা বেগম চিনু বলেন, ‘নাসিরনগরের মানুষই ছিল ছায়েদুল হকের সবকিছু। পরিবার বলতে কোনো কিছু ছিল না তার কাছে। তার প্রতি এলাকার মানুষের ভালোবাসাও ছিল অপরিসীম। এই ভালোবাসা ধরে রাখতে হবে।’ ছায়েদুল হক বারবারই ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে বিজয়ী হয়েছেন। ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পঞ্চমবারের মতো জয়ী হন তিনি এ আসন থেকে। ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের ফল বিপর্যয়ের মধ্যেও জয়ী হয়ে চমক দেখিয়েছিলেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর এই নেতাকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী করা হয়। আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা দীর্ঘ তিন মাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ১৬ ডিসেম্বর ইন্তেকাল করেন। তিনি ছিলেন খুবই সৎ ও ধর্মপরায়ণ। এদিকে উপনির্বাচনের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা এম এ করিমের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকারের নামও আলোচনায় রয়েছে। তিনি নাসিরনগর সহিংসতার আগে-পরে ছায়েদুলবিরোধী অবস্থানের কারণে আলোচিত হয়ে ওঠেন।

পরে সহিংসতার ঘটনায় উসকানিদাতা হিসেবেও তার নাম আলোচনায় আসে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভায় বক্তৃতা করেন মনিরুজ্জামান সরকার। ওই সমাবেশ থেকেই মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সম্প্রতি নাসিরনগর সহিংসতার একটি মামলায় ২২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

কিন্তু তাতে উসকানিদাতাদের নাম না থাকায় ক্ষোভ দেখা দেয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে। এ টি এম মনিরুজ্জামান সরকার ১৯৯৪ সালের শেষ দিকে গঠিত কামরুল আলম ভূঁইয়ার নেতৃত্বাধীন নাসিরনগর উপজেলা ছাত্রদলের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পান। ওই সময় বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি। ছাত্রদলের এই কমিটি স্থায়ী হয় সাত-আট বছর। সেখান থেকে ছায়েদুল হক তাকে এনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেন।

পরে তিনি উপজেলা চেয়ারম্যানও বানান তাকে। ছায়েদুল হকের বিরোধিতায় নেমে সংসদ নির্বাচনের মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন এ টি এম মনিরুজ্জামান সরকার। এদিকে বিএনপি উপনির্বাচনে আসবে কিনা, এলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আর এ কে সিরামিকসের কর্ণধার, বিশিষ্ট ব্যবসায়ী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ এ কে একরামুজ্জামান নির্বাচন করবেন কি না তা নিয়েও আছে আলোচনা।

 

 

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে