রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে নাসিরনগরে নাগরিক শোকসভা পালনে কমিটি গঠন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান নেতা এডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে তাঁর স্মরণে নাগরিক শোকসভা সুষ্ঠুভাবে বাস্তবায়ণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ নেতা অসিম কুমার পালের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাসের সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সাবেক সংসদ সদস্য এসএম সাফি মাহমুদ,যুক্তরাজ্য আওয়ামীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান,উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু,মুক্তিযোদ্ধা মোঃ আবু জাহের,মোঃ খলিলুর রহমান,ডাঃ স্বপন রায়,

 

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব,সাবেক প্রচার সম্পাদক মীর বশির আহমেদ,কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভুইয়া,নাসিরনগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী,আওয়ামীলীগ নেতা রাশেদ চৌধুরী,নারায়ন ভট্রাচার্য,ফান্দাউক ইউনিয়ন যুবলীগ সভাপতি জানে আলম সায়েম,কুন্ডা ইউনিয়ন যুবলীগ আবদুল জলিল ভুইয়া,যুবলীগ নেতা শাহেদ আলী

 

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রস্ততিমূলক সভায় আওয়ামীলীগ নেতা অসিম কুমার পালকে আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারকে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সদ্য প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 


উল্লেখ্য,গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান নেতা মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪