রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রশিদের চালকল ও গুদামে তল্লাশি

news-image

বাংলাদেশ চালকল সমিতির সভাপতি আবদুর রশিদের প্রতিষ্ঠান রশিদ অ্যাগ্রোফুড লিমিটেডে অভিযান শেষ করেছে বাজার নিয়ন্ত্রণ কমিটি। এ ছাড়া রশিদের দুটি চালকল ও গুদামেও তল্লাশি চালানো হয়।

রোববার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে এ অভিযান চলে। চালের দামের ঊর্ধ্বগতি বিষয়ে জানতে রশিদের ওই প্রতিষ্ঠানে পর্যবেক্ষণ অভিযান চালানো হয় বলে জানা যায়।

কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা রশিদ অ্যাগ্রোফুড মিলে চাল বা ধানের মজুদ আছে কি না, তা পর্যবেক্ষণ করেন। এ সময় রশিদের দুটি কলে ও গুদামে তল্লাশি চালানো হয়।

বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, চালের বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকির অংশ হিসেবে রশিদ অ্যাগ্রোফুডসহ খাজানগরের কয়েকটি চালকলে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বেশ কিছু দিন ধরে কুষ্টিয়াসহ দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে। কয়েক দফায় চালের দাম বেড়েছে।

এদিকে, চালের অবৈধ মজুদ রাখার অভিযোগে চালকল সমিতির সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীকে গ্রেপ্তারের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। আজ রোববার সচিবালয়ে জেলা প্রশাসকদের এ নির্দেশ দেন তিনি।

আবদুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী রশিদের গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। ওই সময় রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪