শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহে ৪ দিন রপ্তানী হবে মাছ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহের ৭ দিনের বদলে ৪ মাছ রপ্তানী হবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪ দিনে মাছ রপ্তানীর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। অন্যসময় মতো সকাল বেলাতেই মাছ রপ্তানী হবে। কাগজপত্রের প্রক্রিয়া সংক্রান্ত জটিলতায় বাকি ৩ দিন মাছ রপ্তানী বন্ধ থাকবে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরমালিনের অস্থিত্ব আনা অভিযোগ রপ্তানী কোর্ট নিয়ে জটিলতা কাটিয়ে প্রায় আড়াই মাস পর ২২ মে থেকে মাছ রপ্তানী শুরু হয়। কিন্তু রপ্তানীকৃত মাছ ভারতে যাওয়ার পর কাগজপত্রের প্রক্রিয়া শেষ করতে দেরী হওয়ায় মাছের বেশ ক্ষতি হয় (পচন ধরতে থাকে)। এ অবস্থায় বড় অঙ্কের লোকসানের আশঙ্কায় গত ২৫ মে থেকে মাছ রপ্তানী বন্ধ করে দেয় বাংলাদেশী ব্যবসায়ীরা। প্রক্রিয়া দ্রুত করতে মাছের ভারতের আমদানীকারক সঞ্জিবুর রহমান এ বিষয়ে সেখানকার কাষ্টমস কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেন। উত্তরে ভারতের কর্তৃপক্ষ জানিয়েছেন প্রক্রিয়া শেষ করতে কিছু সময় দিতেই হবে। তবে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব মাছ রপ্তানীর ব্যবস্থা করতে। মাছ রপ্তানীকারক প্রতিষ্ঠান ইমাম ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আব্বাস উদ্দিন ভূইয়া বলেন, রপ্তানীর জন্য ভোর রাত থেকেই বাংলাদেশে মাছ প্রক্রিয়া করা হয়। সকাল ১০টা/১১টার মধ্যে বাংলাদেশ থেকে মাছ রপ্তানী করা গেলেও সেগুলো ভারতে গিয়ে আটকে থাকে। প্রক্রিয়া করে বিকাল ৩-৪টার মধ্যে মাছ সেখানকার বন্দর থেকে ছাড়া হয়। এখন প্রচণ্ড গরম হওয়ায় মাছে পঁচন ধরছে। যেকারণে সেখানকার ব্যবসায়ীরা মাছ ভাল দামে বিক্রি করতে পারছে না। সকালের মাছ বিকালে গেলে সেখানকার বাজারে ওই আর খুব বেশী একটা বিক্রি হয় না। পরদিন বিক্রি করতে গিয়ে মাছগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। সেকারণে মাছগুলি বিকালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে কাগজপত্রে প্রক্রিয়া করার জটিলতা দেখা দিয়েছে। ফলে ফের আবার মাছ রপ্তানী করার সিদ্ধান্ত হয়। বাংলাদেশে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকায় ভারতে রোববার ব্যাংক বন্ধ থাকার কারণে আর্থিক লেনদেনসহ অন্যান্য প্রক্রিয়ায় ও ঝামেলা দেখা দিচ্ছে। তাই সার্বিক দিক চিন্তা করে বাংলাদেশ থেকে ওই ৩দিন মাছ রপ্তানী করা একেবারেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ