শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জমি না দিলে রেল লাইন অবরোধ

 

 

আন্তর্জাতিক ডেস্ক :গুজরাটের সরকার যদি এক মাসের মধ্যে সেখানকার প্রতিটি দলিত পরিবারকে পাঁচ একর করে জমি না দেয় তাহলে তাঁরা সেখানকার রেললাইন অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন।

140323132137_dalits_india_624x351_ap
আর শুধু রেললাইন অবরোধ করেই তাঁরা থামবেন না।
দলিতরা একই সাথে তাদের কাজকর্মও বন্ধ করে দেবেন।
অর্থাৎ গবাদিপশুর মৃতদেহ পরিস্কার করা বন্ধ করে দেবেন।
হাজার হাজার বছর ধরে তারা এই কাজ করে আসছেন।

 
গত দশদিন ধরে দলিত সম্প্রদায়ের দশ হাজারের মতো মানুষ গুজরাটের রাজধানী থেকে উনা শহরের পথে যাচ্ছেন।
তাদের বিক্ষোভের শুরু অবশ্য অন্য এক ঘটনাকে ঘিরে।
ভারতে গো-রক্ষক হিসেবে পরিচিত হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর লোকজন দলিত সম্প্রদায়ের চারজন ব্যক্তিকে প্রকাশ্যে মারধোর করলে দলিতরা বিক্ষোভ শুরু করেন।
গত মাসে ওই চারজন একটি মৃত গরুর চামড়া ছাড়াতে নিয়ে যাচ্ছিলেন।
দলিতরা গরুটিকে মেরে নিয়ে যাচ্ছেন বলে প্রথমে অভিযোগ উঠেছিলো।
যদিও দলিত সম্প্রদায়ের লোকেরা সেই অভিযোগ অস্বীকার করে।
হাজারো বছর ধরে ভারতের নিম্নবর্ণের দলিতরা নির্যাতনের শিকার বলে অভিযোগ রয়েছে।