শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা রামদেবের হুমকি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের মধ্যে ৩০টি অভিযোগ উঠেছে যোগগুরু রামদেবের খাদ্য এবং ভেষজ কোম্পানি পতঞ্জলির বিভিন্ন পণ্যের বিরুদ্ধে। অভিযোগের উত্তর চাওয়ায় অ্যাডভারটাইজমেন্ট স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার (‌এএসসিআই)‌ বিরুদ্ধে খুবই চটে গেছেন বাবা রামদেব। মুখে যা আসছে তা-ই বলছেন। খবর কলকাতার দৈনিক আজকাল এর।

ramdeb1471244451

বাবা রামদেব নিজেই সংবাদ সম্মেলন ডেকে তাচ্ছিল্য ভরে এএসসিআইয়ের দেওয়া নোটিশকে বলছেন ‘প্রেমপত্র’‌।

রামদেব বলেন- ‘এএসসিআই আমাদের ‘‌প্রেমপত্র’‌ পাঠাচ্ছে। কিন্তু ওদের তো কোনও অধিকারই নেই নোটিশ দেওয়ার। ওরা তো কোনও সাংবিধানিক সংস্থা নয়, শুধুমাত্র একটা কোম্পানি। সদস্য কোম্পানিদের উপদেশ দেওয়া ছাড়া কোনও ক্ষমতাই নেই।‘

রামদেব হুমকি দিয়ে বলেছেন- ‘বহুজাতিক সংস্থাগুলির পরামর্শে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা শিগগির উপযুক্ত ব্যবস্থা নেব। কেন্দ্রকে চিঠি লিখব।’

এমন কথার প্রেক্ষাপটে সাংবাদিকরা প্রশ্ন করলেন- ‘কিন্তু আপনার দাঁতের মাজন ‘‌দন্ত কাঠি’‌–‌কে উপযুক্ত বলে প্রশংসাপত্র দিল কে?’

সাংবাদিকদের এই প্রশ্নে রাগ করে সম্মেলন ছেড়ে উঠেই গেলেন বাবা রামদেব।‌