শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসের ইউরোপ যাওয়ার রুট বিচ্ছিন্নের দাবি আরব-কুর্দি যৌথবাহিনীর

 

আন্তর্জাতিক ডেস্ক :কথিত ইসলামিক স্টেট বাহিনীর ইউরোপ প্রবেশের পথ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে দাবি করেছে কুর্দি ও আরব যৌথবাহিনী।
তারা দাবি করে বলেছে, উত্তর সিরিয়ার মানবিজ শহরকে আইএসের হাত থেকে মুক্ত করা হয়েছে। খবর বিবিসির।
যৌথ বাহিনী জানায়, ৭৩ দিন যুদ্ধ চালিয়ে এ শহরটি তারা দখল এবং দুই হাজার জিম্মি নাগরিককে মুক্ত করেছে।
আইএস তুরস্ক সীমান্তবর্তী এই মানবিজ শহরটি দুই বছর আগে দখল করে নিয়েছিল। সিরিয়ার আলেপ্পো ও আইএসের রাজধানী রাক্কা যেতে এই শহরকে ব্যবহার করতে হয়।

a8a8d49542b9c2470e52b8e13c67be07-57ae7e278d4d5
এ বিষয়ে সিরিয়ার কুর্দি নেতা সালিহ মুসলিম সাংবাদিকদের বলেন, মানবিজ দখলের পর আইএস আর মুক্তভাবে বিচরণ করতে পারবে না এবং তারা আর ইউরোপেও পাড়ি জমাতে সক্ষম হবে না।
দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়া নিয়ে গঠিত। মার্কিন বিমান হামলার পর ফের তারা আইএসের স্থান দখল করে নিলো।
ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশবিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি এক বিবৃতিতে বলেন, আইএস সিরিয়া, ইরাক এবং এই অঞ্চলের জন্য হুমকি হিসেবে ছিল। শুধু তাই নয়, তারা ইউরোপেও পাড়ি জমাতো।