রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুস্তাফিজের ইনজুরির কারণ ‘এক্সপেরিমেন্ট’!

Mustafiz-News--01স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ কাউন্টিতে দুর্দান্ত অভিষেকের পর আবারও ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। যদিও তার হঠাৎ ইনজুরির কারন এখনো অজানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি), তারপরও এটাকে পুরনো ব্যাথা নতুন করে জেগে ওঠা বলেই শোনা যাচ্ছে। তবে নতুন খবর হলো, মুস্তাফিজের সাথে কথা হয়েছে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের। কাটার মাস্টার নাকি তাকে জানিয়েছে, বোলিংয়ে নতুন একটি এক্সপেরিমেন্ট চালাতে গিয়েই ব্যাথা পেয়েছেন মুস্তাফিজ। অবশ্য তার ইজুরির পরিমাণটা নিয়ে সুজনও রয়েছেন অন্ধকারে। তবে তিনি মনে করেন, ইনজুরি যাই হোক, সুচিকিৎসার জন্যে সেখানে থাকা উচিৎ মুস্তাফিজের।

সোমবার(২৫ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প চলাকালে গণমাধ্যমের সাথে কথা বলেন খালেদ মাহমুদ সুজন। এসময় মুস্তাফিজের বর্তমান অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোলামেলা কথা জাতীয় দলের সাবেক এই সফল ক্রিকেটার। মুস্তাফিজের দেশে ফেরার সম্ভবনা কতটুকু? সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আসলে এটা নিয়ে কোন কথাই হয়নি। খালি কথা হয়েছে ইনজুরড আছে ডাক্তার দেখাতে হবে। আজকে একটা স্পেশালিষ্টকে দেখাবে মুস্তাফিজ। যেহেতু ইংল্যান্ডে আমাদের থেকে আরও ভাল চিকিৎসার ব্যবস্থা আছে তাই আমরা এ সুযোগটা হাতছাড়া করব না।’

ইনজুরিটা কতটুকু? জানতে চাইলে তিনি বলেন, ‘এটা জানা যায়নি ইনজুরিটা আসলে কতটুকু, এমনও হতে পারে ফিরে এসে দুই দিন পর খেলতে পারছে। তবে ও হালকা একটা ব্যাথা অনুভব করছে সেটাই আমি জানি। এ জন্যই আসলে খেলা হয়নি। আমাদের ওইভাবে প্রেসক্রিপশন করা আছে যদি হালকা ব্যাথা থাকে, ওই ব্যাথা নিয়ে খেলবেনা। আজকের পর আসলে জানা যাবে; স্ক্যান বা এমআরআই যাই করাবে সেটা করার পর জানা যাবে, কতটুকু ব্যাথা বা ইনজুরিটা কেমন? এবং রিকভারি করতে কি সময় লাগবে? কিন্তু এখনই দেশে আনার কথা ভাবছিনা। যদি বড় কোন ইনজুরিও হয় তাহলে আমার মতে বোর্ডেরও উচিৎ ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা।’

দেশের ক্রিকেটারদের ইনজুরি প্রসঙ্গে বলতে গিয়ে মুস্তাফিজের ইনজুরির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমি ওইভাবে বলবো না। কারণ মুস্তাফিজ নতুন একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল বোলিংয়ে। ও (মুস্তাফিজ) তো নতুন নতুন কিছু শিখতে চায় ব্যাথাটা হয়তো সেখান থেকেও আসতে পারে, এমন হতে পারে। আমার মনে হয় সব ঠিকই আছে, মুস্তাফিজের ব্যাপারটা একটু আলাদা ছিল, কারণ ও হঠাৎ করেই এসেছে, একটু বেশি বোলিং করে ফেলেছে। এক্সপেকটেশন, মানসিক চাপ বা ও(মুস্তাফিজ) যেভাবে স্লোয়ার গুলো মারে, তা নতুনত্ব আনতে গিয়েই হয়েছে। ও চায় নতুন নতুন কিছু করতে; ম্যাচের মধ্যে যেটা দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে। ও(মুস্তাফিজ) জানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিন কেউ আপনাকে মনিটর করছে, আপনার বোলিং সম্পর্কে কিছু জানছে।

ও(মুস্তাফিজ) ওইটা থেকে ছোট খাট পরিবর্তন আনতে চায়। হয়তো ওইখান থেকে ছোট খাট একটু লাগতেই পারে। কিন্তু আমার মনে হয়না এমন সিরিয়াস কিছু। সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি বিশ্বাস করি।’

কাউন্টিতে সাসেক্সের হয়ে অভিষেক হয়েছে বোলিং রত্ন মুস্তাফিজের। আর তাকে নিজেদের দলে পেতে অনেক প্রতিক্ষা করা ছাড়াও, কাটখড় পোড়াতে হয়েছে ইংলিশ এই ক্লাবটিকে। এখন তার ইনজুরির পর চিকিৎসার দায়িত্ব ওই ক্লাবটি নিচ্ছে কিনা? জানতে চাইলে সুজন বলেন, ‘তাতো অবশ্যই(নেবে)। কারণ যেহেতু ও(মুস্তাফিজ) চুক্তিবদ্ধ খেলোয়াড়, ইনস্যুরেন্সতো থাকবেই। যদি নাও থাকে তাহলে বোর্ড থেকে ওকে(মুস্তাফিজ) সেরা চিকিৎসাটা দিয়ে আনার চেষ্টা করব, যেহেতু ও(মুস্তাফিজ) ওখানে আছে।’ দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪