রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরের নিজেরই মনে নেই কবে শেষ খেলেছেন !

ee28ae01f8e435c25c9a615a31ac4031-Nasirনাসিরকে নিয়ে মাহমুদউল্লাহর সেই কথাটি মনে আছে? গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে নাসির হোসেন প্রথম দিনে অপরাজিত ছিলেন ১৩ রানে। পরের চার দিন তাঁকে আউটই করতে পারেননি প্রোটিয়া বোলাররা! পারবেন কী করে, খেলাই তো হয়েছিল মাত্র এক দিন, বাকি চার দিনই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। চতুর্থ দিন সকালে মাহমুদউল্লাহকে নাসির বলছেন, ‘ভালো লাগছে না। দুদিন ধরে নট আউট আছি!’

সেই ‘নট আউট’ নাসির এখনো আছেন। এরপর যে তিনি আর টেস্টই খেলেননি। বিরতিটা এক বছরের। অবশ্য তাঁরও কিছু করার নেই এখানে। বাংলাদেশ দল আর বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলেনি। লম্বা বিরতিতে টেস্ট খেলা কতটা কঠিন, সেটি বলতে গিয়ে নাসির নিজেই মনে করতে পারলেন না, সর্বশেষ কবে তিনি নিজের টেস্ট খেলেছেন, ‘টেস্ট অবশ্যই কঠিন। দেশের মাটিতে খেলা হলে ঠিক আছে, তবে বাইরে হলে আমাদের জন্য একটু হলেও কঠিন। আর আমি সর্বশেষ কবে টেস্ট খেলেছি, মনে নেই!’

গত এক বছরের বিরতি নাহয় সবারই। কিন্তু নাসির টেস্টে নিয়মিত নন গত দুই বছর। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জাতীয় দল থেকেই ছিটকে পড়েছিলেন নাসির। প্রায় এক বছরের বিরতিতে টেস্টে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঢাকা টেস্ট দিয়ে। ক্রিকেটের বড় সংস্করণে নাসির কেন নিয়মিত হতে পারেননি, রহস্যই বটে। বিস্ময়টা বাড়বে তাঁর পরিসংখ্যানে চোখ রাখলে। ১৭ টেস্টে করেছেন ৩৭.৩৪ গড়ে ৯৭১ রান। গড়ে বাংলাদেশ টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আছেন চারে। তার ওপরে শুধু সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুমিনুল হক। প্রথম ১১ টেস্টে তাঁর গড় ছিল ৪৭-এর কাছাকাছি। নিচের দিকে নেমেও একটি সেঞ্চুরির পাশাপাশি করছেন ছয় ফিফটি।

শুরুতে তো ছিলেন দুর্দান্ত ধারাবাহিক। এরপর মাত্র কয়েকটি টেস্ট খেলে কেন যেন সেভাবে নিয়মিত সুযোগই পেলেন না। অবশ্য টেস্ট নিয়ে নাসিরের আফসোস করার ফুরসতই বা কই এখন? সাম্প্রতিক সময়ে তো সীমিত ওভারের ক্রিকেটেও জায়গা মিলছে না! এ বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগই পেয়েছেন মাত্র দুই ম্যাচ। কেন সুযোগ পাননি, সেটি অবশ্য তাঁর অজানাই, ‘এটা আসলে আমার হাতে নেই, এটা ম্যানেজমেন্টের বিষয়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। অবশ্যই আমার লক্ষ্য থাকে, ভালো কিছু করে ক্রিকেটের তিন সংস্করণেই খেলতে।’
নাসির ‘সাধ্যমতো’ যে চেষ্টার কথা বললেন, তার যথার্থ উদাহরণ গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ। ‘অলরাউন্ডার’, ‘ফিনিশার’ নাসিরের দেখা মিলেছে এবারের লিগে। রানার্সআপ প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৪ ফিফটিতে ৭৫.৪২ গড়ে করেছেন ৫২৮ রান, নিয়েছেন ১৪ উইকেট। নিজের পারফরম্যান্সে তৃপ্তির ছোঁয়া নাসিরের মুখে, ‘যেখানেই রান করেন, আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। প্রিমিয়ার লিগের দু-একটা ম্যাচ ছাড়া আল্লাহর রহমতে মোটামুটি ভালোই খেলেছি। যে জায়গাটায় ব্যাটিং করেছি, সেখানে খুব বেশি ওভার ছিল না। হয়তো ১৫-২০ বা ২৫-২০ ওভার পেয়েছি। যতটুকু সুযোগ পেয়েছি সর্বোচ্চ রান করা চেষ্টা করেছি।’

উজ্জ্বল এই পারফরম্যান্সটা নাসির নিশ্চয় টেনে নিতে চাইবেন জাতীয় দলেও। তবে এর আগে জাতীয় দলে ফিরতে তো হবে। বাংলাদেশের জাতীয় দলের খেলাতেই এমনিতে দীর্ঘ বিরতি পড়েছে। অক্টোবরের আগে সিরিজ নেই। আর সেই সিরিজটাও এখন অনিশ্চিত। নাসির আশাবাদী, ইংল্যান্ড খেলতে আসবে। তবে আশাবাদী হতে পারছেন না, সেই সময়টায় একাদশে তিনি থাকবেন কি না।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪