রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুস্তাফিজের অভাব টের পেল সাসেক্স

1স্পোর্টস ডেস্ক : সাসেক্সের হয়ে রোববার ওয়ানডেতে অভিষেক হল না মুস্তাফিজুর রহমানের। তার কাঁধের পুরনো চোট আবার ফিরে এসেছে। বাড়তি সতর্কতার জন্য সাসেক্স কাল মুস্তাফিজকে একাদশে রাখেনি।

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মুস্তাফিজবিহীন একাদশকে নিয়ে খেলতে নেমে গ্লস্টারশায়ারের বিপক্ষে ৫১ রানে হেরে গেছে সাসেক্স।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান সাসেক্স অধিনায়ক লুক রাইট।

ক্লিঙ্গারের ৪৬, টম স্মিথের ৪৩ এবং গ্রায়েম ভ্যানের ৩৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে গ্লচেস্টারশায়ার।
ক্রিস জর্ডান সর্বোচ্চ তিনটি উইকেট পান।

২৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারেই মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় সাসেক্স। হ্যারি ফিঞ্চ ৮৭ রানে অপরাজিত থাকলেও দলের অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি মুস্তাফিজের দল।

টম স্মিথ গ্লচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।

ওয়ানডে কাপের সাউথ গ্রুপে ৯ দলের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা শোচনীয়ই বলা যায়।

পাঁচ ম্যাচ শেষে চারটিতেই হেরে তলানিতে অবস্থান করছে তারা। কোয়ার্টার ফাইনালেও তাদের যাওয়া এক প্রকার অনিশ্চিত বলা চলে।

তবে এই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে সাসেক্সের সামনে।

কেননা নিজেদের পরবর্তীতে ম্যাচে এই গ্লচেস্টারশায়ারের বিপক্ষেই ২৭ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে সাসেক্স।

সেই ম্যাচেও মোস্তাফিজ খেলবেন বলে আশাবাদী সাসেক্স।

এর আগে টসের আধঘণ্টা আগে টুইটার বার্তায় বাংলাদেশের বাঁ-হাতি পেসারের ১৩ সদস্যের স্কোয়াডে থাকার বিষয়টি জানায় সাসেক্স।

পরে আরেকটি টুইটে বলা হয়, ‘কাঁধে হালকা চোটের জন্য সতর্কতার অংশ হিসেবে এ ম্যাচে খেলছেন না মুস্তাফিজ।’ আগেই অবশ্য তার ইনজুরির কথা জেনেছিল বিসিবি।

নিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে বোলিংয়ের পর হালকা ব্যথা অনুভব করছিলেন এই পেসার। অনুশীলনের সময় ব্যথাটা বেড়ে যাওয়ার পর ক্লাবকে জানান তিনি। এ

রপরই সাসেক্সের ফিজিও বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খানের সঙ্গে কথা বলেন। বায়েজিদ সাসেক্সের ফিজিওকে কিছু পরামর্শ দিয়েছেন।

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এরই মধ্যে মুস্তাফিজকে সাসেক্সের ফিজিও দেখেছেন। আমাদের ফিজিওর সঙ্গে কথা হয়েছে। আমাদের ফিজিও কিছু পরামর্শ দিয়েছেন।
ইংল্যান্ড যাওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ রেখেছে বিসিবি। এছাড়া আগামী ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে এই বাঁ-হাতি পেসারের ওপর কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নজর রেখেছেন।

এদিকে ইনজুরির কারণে কাল খেলতে না পারায় মুস্তাফিজ খুশি নন। সেলটেনহ্যাম থেকে তিনি বলেন, ‘বাঁ-কাঁধের পুরনো ব্যথাটা আবার নতুন করে হচ্ছে। এখানে ফিজিওকে দেখিয়েছি। স্ক্যান করানোর পরই বোঝা যাবে কেমন অবস্থায় আছি।’

সাসেক্সের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টের প্রথম ম্যাচটিতে দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি।

গত নভেম্বরে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন ২০ বছর বয়সী এই পেসার। এরপর শুধু টি ২০। চোট নিয়ে ভারতের আইপিএল থেকে ফেরায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলতে পারেননি তিনি।

চোটের জন্য পিছিয়ে যায় মুস্তাফিজের ইংল্যান্ডযাত্রা। পরে ভিসা জটিলতায় আরও দেরি হয়। ইংল্যান্ডে পৌঁছার পর প্রথম ম্যাচেই আলো ছড়ান কাটার মাস্টার।

এসেক্সের বিপক্ষে টি ২০তে ২৩ রানে চার উইকেট নেন তিনি। তবে পরের ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজ।

কিন্তু সবার দৃষ্টি ছিল গ্লচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে। কিন্তু ইনজুরির কবলে পড়ায় হতাশ সাসেক্স। আর কাটার মাস্টারের খেলা দেখা থেকে প্রবাসী বাংলাদেশী দর্শকরাও বঞ্চিত হয়।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪