রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চার দিনেই হার ওয়েস্ট ইন্ডিজের

The India cricketer Virat Kohli walks off the field after day four of the cricket test match between West Indies and India July 24, 2016 at Sir Vivian Richards Stadium in St John's, Antigua. / AFP / DON EMMERT        (Photo credit should read DON EMMERT/AFP/Getty Images)
স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনের লাঞ্চের সময় মনে হচ্ছিল, খেলাটা হয়তো চতুর্থ দিনে যেতেও পারে। কিন্তু চা বিরতির আগেই নিশ্চিত হয়ে গেল, খেলাটা পরের দিন যাওয়ার সম্ভাবনা খুব কম। নবম উইকেটে কার্লোস ব্রাফেট-দেবেন্দ্র বিশু ভারতের জয়টাকেই শুধু দীর্ঘায়িত করলেন। শেষ পর্যন্ত তিন দিনেই ইনিংস ও ৯২ রানের জয় পেয়েছে ভারত। এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইনিংস ব্যবধানে জিতল ভারত। দেশের বাইরেও এটা ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

এক দশক আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে সর্বশেষ ফলো অনে ফেলার লজ্জা দিয়েছিল ভারত। সেবার ব্রায়ান লারার দুর্দান্ত এক ইনিংসে হার বাঁচিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার কেউ আর লারা হতে পারেননি। ভারতের হয়ে এ দিনটা পুরোপুরি নিজের করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন, কাল তুলে নিয়েছেন ৭ উইকেট। দ্বিতীয়বারের মতো একই টেস্টে সেঞ্চুরি ও অন্তত ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অশ্বিন। কোনো ভারতীয় ক্রিকেটারেরই অশ্বিনের মতো এমন কীর্তি নেই।

২১ রানেই ২ উইকেট পড়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন রাজেন্দ্র চন্দ্রিকা ও মারলন স্যামুয়েলস। কিন্তু দলের ৮৮ রানে চন্দ্রিকা আউট হয়ে যাওয়ার পরেই যেন মড়ক লাগে ক্যারিবীয় ব্যাটিংয়ে। ৪৪ রানের ভেতরেই তারা হারায় আরও ৫ উইকেট। সেটিও মাত্র ১৮ ওভারের মধ্যেই। ওয়েস্ট ইন্ডিজ ১৩২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার মনে হচ্ছিল, ম্যাচটা লাঞ্চের আগেই শেষ হয়ে যেতে পারে।

সেখান থেকে শেষ প্রতিরোধের চেষ্টা করলেন ব্রাফেট-বিশু। নবম উইকেটে দুজন মিলে যোগ করেছেন ৯৫ রান। শেষ পর্যন্ত এই জুটি বিচ্ছিন্ন করতে অশ্বিনেরই শরণ নিতে হলো কোহলির। বিশু ও গ্যাব্রিয়েলকে একই ওভারে আউট করে অশ্বিনই দিয়েছেন তুলির শেষ আঁচড়। ৮৩ রানে ৭ উইকেট নিয়ে শেষ করেছেন ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও অনুমিতভাবে উঠেছে তাঁর হাতেই। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪