রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাহুবলি’র রেকর্ড ভাঙল ‘কাবালি’

 

বিনোদন ডেস্ক : রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত সিনেমা কাবালি। গত ২২ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি।মুক্তির পর প্রথম দিনেই বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার রেকর্ড ভেঙেছে কাবালি। পাশাপাশি কোনো ভারতীয় সিনেমা হিসেবে প্রথমদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন এ সিনেমাটির দখলে।

Bahubaali_kabali1469344175

অন্ধ্র বক্স অফিসের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী তিনটি ভাষায় (তামিল, তেলেগু এবং হিন্দি) মুক্তিপ্রাপ্ত কাবালি সিনেমার প্রথম দিনের আয় ৮৭.৫ কোটি রুপি। যার মধ্যে নিট আয় ৫৩.৫৯ কোটি রুপি।

দেশিয় বক্স অফিসে সিনেমাটির নিট আয় ৪৭.২ কোটি রুপি। এর আগে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার নিট আয় ছিল ৪২.১ কোটি রুপি। যা ছিল প্রথম দিনে কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড।

জানা গেছে, কাবালি তামিলনাড়ুতে ২১.৫ কোটি, অন্ধ্রপ্রদেশে ১২.৪ কোটি, কর্ণাটকে ৭.৭ কোটি, কেরালাতে ৪.২ কোটি এবং ভারতের অন্যান্য প্রদেশ থেকে ৭ কোটি রুপি আয় করেছে। সবমিলিয়ে আয় ৫২.৮ কোপি রুপি। এর মধ্যে নিট আয় ৪৭.২ কোটি রুপি।

এদিকে দেশের বাইরেও সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে। প্রথম দিনে তুলে নিয়েছে ৩৪.৭ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৭.৫ কোটি রুপি।

সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে নির্মাতারা আশা করছেন, আগামী কয়েকদিন একইরকম ব্যবসা করবে রজনীকান্ত অভিনীত কাবালি।

কাবালি সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত সিনেমাটি। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কিশোর, কালায়ারশন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪