রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

Bplস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) শুরু হবে ২৪ জুলাই। এর আগেই আজ বুধবার রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নাচ, গান আর আতশবাজির ঝলকানিতে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের অধিনায়ক ও ক্লাব কর্মকর্তারা। একপর্যায়ে তাঁদের একে একে মঞ্চে ডাকা হয়। তবে শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা মোহামেডান ক্লাবের প্রতিনিধিদের নিজ নিজ আসনে দেখা যায়নি। যথাসময়ে হাজির হয়েও অনুষ্ঠানের কিছু ত্রুটি-বিচ্যুতির কারণে বিরক্তি প্রকাশ করে তাঁরা মঞ্চে ডাকার আগেই মাঠ ত্যাগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত থেকেও আরামবাগ ও মুক্তিযোদ্ধার প্রতিনিধিরা নাম ডাকার পরও মঞ্চে ওঠেননি। অগত্যা প্রথমে আট দলের খেলোয়াড়-কর্মকর্তারা মঞ্চে ওঠেন। এর কিছুক্ষণ পর কর্মকর্তাদের অনুরোধে আবারও মাঠে আসে শেখ জামাল ও ঢাকা মোহামেডান। পরে ওই দুই দলের সঙ্গে আরামবাগ ও মুক্তিযোদ্ধার প্রতিনিধিরাও মঞ্চে হাজির হয়ে ফটোসেশনে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, বিপিএলের এই আসরের মাধ্যমে ফুটবলকে আবার জাগিয়ে তোলা হবে। ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল নাচ ও গানের আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মমতাজ ও ব্যান্ড দল এলআরবি।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪