শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাবিও বলছেন ওটা পেনাল্টিই ছিল

Penaltyস্পোর্টস ডেস্ক : বার্সেলোনা সমর্থকদের শোক এখনো কাটেনি। না কাটারই কথা। পরাজয়ের যন্ত্রণা তো আছেই, পেনাল্টির সিদ্ধান্তটা পক্ষে না যাওয়ায় রক্তক্ষরণ হচ্ছে আরও বেশি। আর এই না-হওয়া পেনাল্টির কেন্দ্রে ছিলেন যিনি, সেই গ্যাবি স্বীকার করেছেন, বলটা হাতেই লেগেছে। তবে তিনি নিশ্চিত নন সে সময় বক্সের ভেতরে ছিলেন কি না। গ্যাবি অবশ্য এ নিয়ে বিতর্ক তৈরি করতে চাইলেন না। বরং সোজাসুজি বললেন, তিনি বক্সের ভেতরে থেকে থাকলে ওটা পেনাল্টিই ছিল।

বার্সেলোনা-অ্যাটলেটিকো কোয়ার্টার ফাইনালের শেষ মুহূর্তে বক্সে বল হাতে লাগিয়েছিলেন গ্যাবি। রেফারি বাঁশি বাজালেও পেনাল্টি নয়, বার্সা বক্সের প্রান্তে পেয়েছে ফ্রি কিক। যদিও রিপ্লেতে দেখা গেছে, গ্যাবি তখন বক্সের ভেতরেই ছিলেন।

ফ্রি কিক থেকে লিওনেল মেসি গোল করতে পারেননি। পেনাল্টি পেলে বার্সা গোল পেত কি না, তাও তো বলার উপায় নেই। তবে যদি গোল পেত, বেঁচে যেত বার্সার আশা। আর এই ‘যদি’টাতেই ক্ষুব্ধ বার্সা সমর্থকেরা। কোয়ার্টার ফাইনালে রেফারির এমন মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলের বিপক্ষে গেলে সমর্থকদের ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক।

এ ব্যাপারে ওই ম্যাচের অধিনায়ক নিজে কী বলেন? গ্যাবি বলেছেন, ‘হ্যাঁ, ওটা হ্যান্ডবল ছিল। আমি অবশ্য নিশ্চিত নই সে সময় ভেতরে ছিলাম নাকি বাইরে। ফুটবলে অবশ্য এসব হয়ই। কখনো পেনাল্টি পাবেন, কখনো পাবেন না। তবে যদি আমি ভেতরে থেকে থাকি সে সময়, আমি বলব ওটা পেনাল্টিই ছিল।’

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪