ইউটিউবেও হিট ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’
ইউটিউবে হিট ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ নাচ। সদ্যসমাপ্ত টি ২০ বিশ্বকাপে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ডুয়ানে ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ গানটি। যার ধারাবাহিকতায় এবারের আইপিএলেও থাকছে জনপ্রিয় গানটি! এরই মধ্যে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গানটি।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত তার গানটি ইউটিউবে ৭৬ লাখেরও বেশি দর্শক দেখেছেন।
সম্প্রতি টি ২০ বিশ্বকাপের শিরোপা জেতার পরই আলোড়ন তুলে ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ গান ও নাচ। ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা থেকে উসাইন বোল্টও নেচেছেন গানের তালে তালে। বাদ যাননি ক্লাইভ লয়েডও! এমনকি মহিলা বিশ্বকাপের শিরোপা জেতার পর একই ভঙ্গিতে নেচেছেন ক্যারিবীয় প্রমীলারা। – See more at: http://www.jugantor.com/online/sports/2016/04/09/9413/%E0%A6%87%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%89%E0%A6%AC%E0%A7%87%E0%A6%93-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B0-%E2%80%98%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E2%80%99#sthash.YMZJUYGZ.dpuf