আগামী বছর বাংলাদেশ আসবে শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। দীর্ঘ দেড় মাস কোন আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তাই এই সময়টা বসে থাকতে চাইছে না বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল শ্রীলংকাকে। কিন্তু এ বছর বাংলাদেশ সফর আসছে না শ্রীলংকা। লংকান বোর্ড থেকে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা।
২০১৪ সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলংকা। মাহেলা-সাঙ্গার সেই দলের থেকে বর্তমান দল অনেকটাই দুর্বল। বিসিবি চেষ্টা করেছিল এপ্রিল মাসে শ্রীলংকার সঙ্গে একটি সিরিজের কিন্তু শ্রীলংকার বর্তমান অবস্থার প্রেক্ষিতে সেটি আর এখন হচ্ছে না। ফলে ক্রিকেটারদের ছুটিও বেড়ে গেল।
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলংকাকে আমরা এপ্রিল মাসে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে ছিলাম কিন্তু ওই সফরটি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে গেছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল।’