শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রাথমিক শিক্ষকের বিদায় সংবর্ধনা

Nasirnagar Picture(Digor School )-নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ডিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে¡ সহকারি শিক্ষক মিসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান,পিটিএ সভাপতি নারায়ন চন্দ্র দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য চন্দ্র মোহন দাস, নুরজাহান বেগম ও বিদায়ী শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমূখ । অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,সদস্য ও শিক্ষকবৃন্দ।

এছাড়া শনিবার সকালে নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগার উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে নোমান উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ মাহফুজ মিয়া,সাবেক ব্যাংক কর্মকর্তা সোয়েবুর রহমান চৌধুরী,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি দেব, সহকারী প্রধান শিক্ষক মোঃ মারুফ আলী,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান,প্রাক্তন স্বাস্থ্য কর্মকর্তা আবুল হাসেম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ নাসির মিয়া,শিক্ষক এম এ কাসেম,বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মিজানুর রহমান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,মাসুক আল মামুন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।