শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

up electionনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যানার, পোস্টার ছিড়ে ফেলা ও নৌকার তোরণে প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফাইজুর রহমান ফাজিলসহ পাঁচজনের নামে গতকাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তেজখালী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের আকানগর গ্রামের বিভিন্ন স্থানে টানানো থাকা নৌকা প্রতীকের পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা ও বাজারে থাকা একটি নৌকার তোরণ পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী ফাইজুর রহমান ফাজিল ও তার লোকজনের বিরুদ্ধে।

এবিষয়ে তেজখালী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম জানান, ‘গত কয়েকদিন ধরেই বিদ্রোহী প্রার্থী ফাজিল ও তার লোকজন আমার পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা ও নৌকা তোরণ পুড়িয়ে ফেলেছে। গত শুক্রবার রাতে আকানগর গ্রামের বিভিন্ন জায়গায় আমার পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলে এবং বাজারে থাকা একটি নৌকার তোরণ পুড়িয়ে দেয়। এঘটনায় ফাজিলসহ তার সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত করে গেছে।’

এব্যাপারে তেজখালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী ফাইজুর রহমান ফাজিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তাজু ডাক্তারের পোস্টার, ব্যানার আমি কিংবা আমার লোকজন ছিড়ে নাই। লতিফ ও আলম নামে দুই পাগল এই পোস্টার ব্যানার ছিড়ে ফেলেছে এবং নৌকায় আগুন দিয়েছে। আমি যা করি সরাসরি করি, গোপনে কোনো কাম করি না।’

এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান, ‘তেজখালী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিপক্ষ ফাজিল চেয়ারম্যান ও তার লোকজন আকানগর গ্রামের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলেছে।’