শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

m courtনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও তিনজন সাধারণ সদস্য প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সহকারী কমিশনার(ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদারকে জরিমানা করেন। একাধিক নির্বাচনী ক্যাম্প, দেয়ালে পোস্টার সাটানো ও একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে এই চার প্রার্থীকে জরিমানা করা হয়। প্রার্থীরা হলেন-ফরদাবাদ ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের প্রার্থী রোকেয়া বেগমকে ৩ হাজার টাকা, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কমল ঘোষকে ২ হাজার টাকা, ৮নং ওয়ার্ডের আব্দুল ছাত্তারকে ৫ হাজার টাকা, ছলিমাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মজিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদার জানান, ‘ফরদাবাদ ও ছলিমাবাদ ইউনিয়নের ৪ জন সদস্য প্রার্থীকে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন, দেয়ালে পোস্টার সাটানো ও একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।