শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করছে- আইনমন্ত্রী

pic03.03.2016শেখ কামাল উদ্দিন॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করছে। তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।  বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে কসবা পৌর এলাকার আড়াইবাড়ি কদমতলীতে সড়ক ও জনপথ বিভাগের সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কসবা-কুটি সড়কের রাস্তা মেরামত ও সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা আওয়ামীলীগ যুগ্মআহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম ও আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা পৌর কাউন্সিলর মো. আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর পূর্বে আইনমন্ত্রী উপজেলার কুটি বাজার সংলগ্ন ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং পরে আখাউড়া উপজেলার কর্মমঠ গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।