শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এই মুহূর্তে ইলেকশনে দাঁড়ানো ঠিক অয়নাই : মোবাইলে হুমকি

up electionনিজস্ব প্রতিবেদক‘অহন আমাদের সময়। আপনার ইলেকশনে দাঁড়ানো এই মুহূর্তে ঠিক অয়নাই। এখনো সময় আছে। চিন্তা ভাবনা করেন’- এসব বলেই মোবাইলে হুমকি দেয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিএনপি মনোনীত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে। হুমকি পাচ্ছেন এখানকার অন্যান্য ইউনিয়নের বিএনপি প্রার্থীরাও। উপজেলা বিএনপির নেতারা বলেছেন শেষ পর্যন্ত আমাদের প্রার্থীরা মাঠে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। অনেকে মনোনয়ন দাখিল করে এলাকায় নেই। কেউ আছেন আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে সমঝোতা করে। মোটা অঙ্কের টাকার লোভ দেখানো হচ্ছে কোনো কোনো প্রার্থীকে। আর আশুগঞ্জে নানা শঙ্কায় বিএনপির প্রার্থী হতে আগ্রহী হননি অনেকে। ৭টি ইউনিয়নের মধ্যে ৩টিতে প্রার্থী সংকটে নামের প্রার্থী দিয়েছে বিএনপি। জেলার মধ্যে প্রথম ধাপে বাঞ্ছারামপুর উপজেলার ৯টি ও আশুগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে আগামী ২২শে মার্চ। এর মধ্যে বাঞ্ছারামপুরে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য পদে ২৬০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আশুগঞ্জে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই উপজেলার সবকটি ইউনিয়নেই বিএনপি প্রার্থী দিয়েছে। ওদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাতে ভোট হচ্ছে আগামী ২০শে মার্চ। এখানে বিএনপির মেয়র প্রার্থী প্রচারণায় সঙ্গে নিয়ে যাওয়ার মতো লোক পাচ্ছেন না। তার সঙ্গে যারাই বের হচ্ছেন তাদেরকেই গ্রেপ্তার করছে পুলিশ। রোববার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।
বাঞ্ছারামপুরের হালহকিকত: সরকার যার বাঞ্ছারামপুর তার। সরকারি দলই সর্বেসর্বা এখানে। এই রীতি রেওয়াজ বেশ পুরনো হয়ে উঠেছে বাঞ্ছারামপুরে। এখন ক্ষমতায় আওয়ামী লীগ, তাই সবই আওয়ামী লীগের। তাই বাঞ্ছারামপুরে ইউপি নির্বাচনে কারা জিতবে সেটা সবার আগাম জানা আছে। যেন সময়ের অপেক্ষা। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে কি হয়েছে তার নজির খুব দূরে নয়। তবে আলোচনায় আছে আরেকটি নির্বাচন। বাঞ্ছারামপুর মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। এখানেও ভোট কেটে বাকস ভরার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। যদিও এই নির্বাচনে বিএনপির কোনো প্যানেল ছিল না। উপজেলা কমান্ডার আর ডেপুটি কমান্ডার পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন দু-জন। কমান্ডার পদের প্রার্থী মকবুল হোসেন বলেন- আগের নির্বাচনের সময় কেন্দ্র ছিল থানার পাশে গার্লস স্কুলে। এবার তা সরিয়ে নেয়া হয় কলেজে। মকবুল বলেন- নির্বাচন সুষ্ঠু হলে আমরা শতকরা ৯০ ভাগ ভোট পেতাম। আমাদের জয়ের সম্ভাবনা দেখে হঠাৎ করেই আওয়ামী লীগের লোকজন কেন্দ্রে ডুকে ভোট কাটা শুরু করে। ইউপি নির্বাচনেও ভোট কাটার আওয়াজ আছে জোরেশোরে। কথা হয় সোনারামপুর ইউনিয়নের ইকবাল, মানিকপুর ইউনিয়নের সাফি মিয়ার সঙ্গে। তারা বলেন, এখানে আবার নির্বাচন। ভোটের দিন আইসেন দেখবেন কি হয়। তারা জানান-২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত যে যে নির্বাচন হয়েছে সেগুলো কেমন হয়েছে এর খোঁজ নিলেই হিসেব মিলে যাবে আপনার। বুঝতে পারবেন ইউপি নির্বাচন কেমন হবে।
ইউনিয়নের নাম ছয়ফুল্লাকান্দি। এলাকার সংসদ সদস্য ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলামের নিজের ইউনিয়ন এটি। এই ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্যের ভাইপো আমিনুল ইসলাম তুষার। পিতা আনোয়ারুল ইসলাম আশরাফ মারা যাওয়ার পর উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তুষার। এখানে বিএনপি মনোনয়ন দিয়েছে শাহজাহান মিয়াকে। তার কাছে নির্বাচনের হাল অবস্থা জানতে চাইলে বলেন- বুঝেন না, কি অবস্থার মধ্যে আছি। সব সময় উৎপাত চলছে। দল থেকে মনোনয়ন দেয়ার পর নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শাহজাহান। মনোনয়নপত্র নিয়ে বাড়িতে আসার পরই নির্বাচন অফিস থেকে ফোন আসে তার কাছে। বলা হয় ভুল হয়ে গেছে আপনার নমিনেশনটা নিয়ে আসেন। ২ দিন পর আবার নমিনেশন দেয়া হয় তাকে। শাহজাহান মিয়া বলেন- খুব চাপের মুখে আছি। মানুষ এসে আমাকে বলে তাদের চিন্তা ধারা ভালোনা। আপনার সঙ্গে  খারাপ কিছু অইয়া যাইতে পারে। শাহজাহান বলেন- ফোনে তিনি হুমকি পাচ্ছেন। তাকে ফোন দিয়ে বলা হচ্ছে- ‘আপনার এই মুহূর্তে ইলেকশন করা ঠিক অইতাছে না। এখনো সময় আছে। চিন্তাভাবনা করেন’। আরও বলে, ‘এহন আমাদের সময়’। নাম জিজ্ঞেস করলে নাম বলে না। যে নাম্বার থেকে ফোন আসে পরক্ষণে ওই নাম্বারে ফোন করলে কোনো সারা পাওয়া যায় না। তেজখালী ইউনিয়নে বিএনপি মনোনয়ন দিয়েছে আবদুর রাজ্জাককে। তিনি এলাকার সাবেক সংসদ সদস্য এম এ  খালেকের ছোট ভাই। রাজ্জাক বলেন- হুমকি-ধামকিতো আছেই। বলা হচ্ছে, আমারে জনগণ বাকস ভরে ভোট দিলেও আমি জয়ী হতে পারবো না। ১টা ভোট পেলে আমারে উঠিয়ে নিয়ে যাবে। সোনারামপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন বলেন-আমার এখানে কোনো সমস্যা নেই। নৌকা মার্কা যিনি পেয়েছেন তিনি আমার বেয়াই। ২ মাস আগে আমার বড় মেয়ে বিয়ে দিছি। এতে তিনি উকিল বাপ হয়েছেন। আমরা দু-বেয়াই একসঙ্গে বসে সময়ে সময়ে চা খাই। তিনি বলেন, মানুষ ভোট দিতে পারলে আমিই পাস করবো। যদিও উপরে উপরে সবাই নৌকার কথাই বলে। রূপসদীর দেলোয়ার হোসেন বলেন- প্রতিপক্ষ আমার তালুই। তার ছেলে আমার বোন বিয়ে করেছে। কোনো সমস্যা নাই আমাদের মধ্যে। মানিকপুরের ফজলুল হক বলেন- এখনো কোনো বাধা বিপত্তি আসেনি। দেখি সামনে কি হয়। উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এমএ খালেক বলেন- আমাদের প্রার্থীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে। নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। কোনো কোনো ইউনিয়নে টাকার লোভ দেখানো হচ্ছে। এই অবস্থায় আমাদের প্রার্থীরা মাঠে থাকতে পারেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। সময় গড়ালে বুঝা যাবে অবস্থা কি হয়। তিনি বলেন ছয়ফুল্লাকান্দির প্রার্থীর ওপর প্রচণ্ড চাপ। তাকে অনেক ভয়ভীতি দেখানো হচ্ছে। তার মনোনয়ন ফরম নিতেও অনেক ঝামেলা হয়েছে। ফরদাবাদ,পাহাড়িয়াকান্দি ও তেজখালীতে প্রচুর টাকা ঢালা হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈমেন বিশ্বাস ছন্দ বিএনপির প্রার্থীদের মনোনয়ন প্রদানে হয়রানির অভিযোগ অস্বীকার করেন।
আশুগঞ্জে ভয়: আশুগঞ্জে সব ইউনিয়নে ভালো প্রার্থী দিতে পারেনি বিএনপি। ৭টি ইউনিয়নের মধ্যে ৩টিতে দিতে হয়েছে নামের প্রার্থী। আর তা হয়েছে ভয়ের কারণে। উপজেলা বিএনপি নেতারা বলেছেন- তারা অনেক চেষ্টা করেছেন ভালো প্রার্থী দিতে। কিন্তু পুলিশি হয়রানির ভয়ে অনেকে নির্বাচন এড়িয়ে গেছে। গত ইউপি নির্বাচনে দলের নেতা-কর্মী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার তাদের অনেকেই নির্বাচন থেকে দূরে। আড়াইসিধা, শরীফপুর ও লালপুর ইউনিয়নে উপযুক্ত প্রার্থী খুঁজে পায়নি বিএনপি। শরীফপুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে আবদুল আউয়াল মেম্বারকে। এই ইউনিয়নে হেবজুল বারী বখশীকে বিএনপি প্রার্থী করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বখশী ভয়ে নির্বাচন থেকে দূরে রয়েছেন। দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল বলেন, আমার এখানে টাকার ছড়াছড়ি চলছে। টাকার গরমে টিকতে পারছি না। একই অবস্থা লালপুর ইউনিয়নে। এখানে শামীম চৌধুরীকে প্রার্থী হিসেবে চেয়েছিল বিএনপি। কিন্তু শামীম  ভয়ে নির্বাচন থেকে দূরে থাকায় এই ইউনিয়নে বিএনপি মনোনয়ন দিয়েছে জামাল আসকর দেওয়ানকে। জামাল বলেন-চেষ্টা করে দেখি কি হয়। আড়াইসিধা ইউনিয়নে ইউনুছ ভূঁইয়াকে বিএনপি প্রার্থী করেছে। বয়সে একেবারে তরুণ ইউনুছের কোনো অবস্থানই নেই এলাকায়। এই ইউনিয়নে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফজলুল হক। তিনি বিএনপি সমর্থক। আরেকজন যুবদল নেতা নাছির। এ দু-জনের নাম তালিকার অগ্রভাগে থাকলেও দলের মনোনয়ন প্রার্থী হননি তারা। নাছির মনোনয়ন পেলে এই ইউনিয়নে বিএনপি জিততে পারতো এমন আলোচনা আছে। উপজেলা বিএনপি নেতারা নাছিরকে প্রার্থী করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। উপজেলা বিএনপি সভাপতি আবু আসিফ বলেন যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারাও ভালো প্রার্থী। সুষ্ঠু পরিবেশ থাকলে প্রত্যেক ইউনিয়নে দলের মনোনয়ন পেতে ৩/৪ জন প্রার্থীর প্রতিযোগিতা থাকতো। সে জায়গায় প্রার্থী খোঁজে এনে দিতে হয়েছে। সবাই পুলিশের হয়রানির ভয় করছে। অন্য ৪টি ইউনিয়নের মধ্যে চরচারতলায় বিএনপি মনোনয়ন দিয়েছে উপজেলা যুবদল নেতা ফাইজুর রহমানকে, দুর্গাপুর ইউনিয়নে মিজান খান, তালশহরে গোলাম নবী খান ও তারুয়া ইউনিয়নে কবির হোসেন বিএনপির মনোনয়ন পেয়েছেন।
প্রার্থীর সঙ্গে দেখলেই গ্রেপ্তার: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বিচারে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ করেছে জেলা বিএনপি। তাদের অভিযোগ ধানের ছড়ায় কেউ ভোট দেবে বললে তাকেও গ্রেপ্তার করছে পুলিশ। অপরদিকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আচরণ বিধির কোনো তোয়াক্কা না করে চালাচ্ছে প্রচার-প্রচারণা। সন্ত্রাসী স্টাইলে হোন্ডা মিছিল করছে, জনসভার আকারে সভা করছে। গ্যাস ফিল্ডের মতো  রাষ্ট্রের স্পর্শকাতর প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের ওপর জেলা ছাত্রলীগের শীর্ষ নেতার নেতৃত্বে হামলাকারী সন্ত্রাসীরা নির্বাচনের প্রচারে হোন্ডা মিছিল করছে। কিন্তু তাদের ব্যাপারে নির্বিকার প্রশাসন। এমনকি একুশের বইমেলাতেও চালানো হয়েছে নৌকার প্রচার-প্রচারণা। নৌকার ব্যানার নিয়ে প্রধান সড়কে অহরহ মিছিল হচ্ছে। রোববার সকালে বিএনপি মেয়র প্রার্থী জেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জেলা বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি সভাপতি ও মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি। তিনি বলেন, মনোনয়ন দাখিলের আগে থেকেই বিএনপির ওপর অত্যাচার শুরু হয়েছে। সরকারদলীয় প্রার্থী কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রশাসন এ নিয়ে এতটুকু শব্দ করেনি। কিন্তু বিএনপি প্রার্থী শান্তিপূর্ণভাবে আইন মেনে মনোনয়ন জমা দিতে গেলে ডিসি অফিসে প্রবেশমুখে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে। পুলিশ সদস্যরা আস্ফালন করে ও হুমকি দেয়। ওই দিন রাত থেকেই নতুন করে অত্যাচার, নিপীড়ন ও হয়রানি শুরু করে পুলিশ। শাসক দলের ইশারায় এসব অত্যাচারের মাত্রা দিনদিন বাড়ছে। আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে প্রশাসনের মহাপরিকল্পনায় গত ক’দিনে জেলা বিএনপি নেতা মাহিন, পৌর বিএনপি নেতা আজহারুল ইসলাম খোকন, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবদল নেতা মো.  ইকবাল, জুয়েল, শাহেদ, জাহেদ, শাহনুর, রুকেল, শানু, শ্রমিকদল নেতা আজিজ, ছাত্রদল নেতা রাশেদ, রাসেল, রাজীব ও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ১১ ও ১২ই জানুয়ারি ছাত্রলীগ, মাদরাসা ছাত্র ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে জেলহাজতে পাঠানো হয়। লিখিত বক্তব্যে বলা হয় ওই দু-দিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রত্যক্ষ করেছেন। ওই দু-দিনের ঘটনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কোনো তথ্য প্রমাণ নেই। সেদিনের (১২ই জানুয়ারি) ঘটনার ব্যাপারে চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানের  মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে আপস হয়। মাদরাসা ছাত্রদের বিরুদ্ধে কোনো মামলা হবে না শর্তে তারা পরদিন আহূত হরতাল প্রত্যাহার করে নেয়। কিন্তু এখন প্রকৃত অপরাধীদের না ধরে পুলিশ সরকারদলীয় প্রার্থীকে জেতাতে বিএনপি নেতাদের ধরপাকড় করছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন- দলের নেতাকর্মী যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জীবনে কোনো মামলা হয়নি। তারা সবাই প্রায় ব্যবসায়ী। শুধু বিএনপি সমর্থন করে বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাহিন দলের প্রার্থীর সঙ্গে মনোনয়ন দাখিল করতে গিয়েছিল। সেই ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়। তারা বলেন অবস্থা এমন করা হয়েছে ৫ মিনিট বিএনপির নেতাকর্মীরা কোথাও দাঁড়াতে পারেন না। সকাল, দুপুর, সন্ধ্যা-রাত পুলিশ হানা দিচ্ছে বাসায়। এমনকি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ওৎপেতে বসে থাকছে। সরকারদলীয় প্রার্থীকে যেতাতেই পুলিশ এই পরিস্থিতির সৃষ্টি করেছে। দলের নেতারা বলেন-পুলিশ হয়রানি বন্ধ করুক, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি দলের ৪ নাম্বার কাতারের একজন নেতাকে প্রার্থী করে দেব। দেখি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমাদের ৪ নম্বর সারির নেতার সঙ্গে নির্বাচন করে জিততে পারে কিনা। তারা পুলিশি হয়রানি বন্ধ এবং আটককৃত নেতাকর্মীদের মুক্তি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দাবি জানান। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপি নেতা আসাদুজ্জামান শাহিন, আবু শামীম মো. আরিফ, শেখ মো. আজিম, জেলা যুবদল আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।