শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে-মোকতাদির চৌধুরী এমপি

12745838_1677163612541656_4951908290701594267_nআশুগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মনবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বরেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তিনি বলেন, দেশব্যাপী ব্যাপক উন্নয়নের কারনেই বিভিন্ন দল থেকে লোকজন আওয়ামীলীগে যোগদান করছেন। তিনি বলেন, যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনি দেশের উন্নয়ন হয়। অন্যরা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের উন্নয়ন করে। মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। নারী শিক্ষা প্রসারে সরকার উপবৃত্তি দিচ্ছে। ফলে নারীরা শিক্ষিত হচ্ছে। সরকার নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছে। তিনি বলেন, সরকার বছরের প্রথম দিন প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। অনুকুল পরিবেশ পেয়ে দেশে এখন শিক্ষিতের হার বাড়ছে। তিনি গতকার বৃহস্পতিবার সকালে আশুগঞ্জের চর চারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিন্নাহ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিয়া উদ্দিন খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশা খানসহ উপজেলা আওয়ামীলীগসহ স্তানীয় বিশিস্ট ব্যাক্তি বগ উপস্থিতদ ছিলেন ও বক্তব্য রাখেন। প্রায় ৫৮ লক্ষ ৪৪হাজার টাকা ব্যায়ে বিদ্যালয়ের দেড় তলা বিশিস্ট একাডেমি ভবনটি নির্মান করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪