রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নদীতে পাওয়া সেই মরদেহ শিশু মারিয়ার

Brahmanbaria-lrg20160214160200-450x234নিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করা সেই মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মনির হোসেনের বড় মেয়ে মারিয়া আক্তারের (০৬)। রোববার দুপুরে মারিয়ার মা রত্না বেগম তার মরদেহ সনাক্ত করেন।

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি পরকীয়া প্রেমের কারণে নিজেকে অবিবাহিত প্রমাণ করার জন্য মনির হোসেন তার দুই মেয়ে মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তারকে (০৪) ভৈরবের মেঘনা নদীতে ফেলে দিয়ে হত্যা করেন। যদিও মনির প্রথমে বিদেশে যাওয়ার টাকার জোগাড় করতে দুই শিশুকে বিক্রি করে দেয়ার কথা জানিয়ে ছিল পুলিশকে। পরে রিমান্ডে নেয়ার পর মনিরের মুখ থেকে বেরিয়ে আসে আসল রহস্য।
গত ১০ ফেব্রুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, গত ১৪ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে ভৈরবের একটি হোটেলে দুই শিশুকে নিয়ে গিয়ে দুপুরের খাবার খান মনির। এরপর বিকেলে তাদের নিয়ে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুতে বেড়াতে যান মনির। পরে সুযোগ বুঝে সামিয়া ও মারিয়াকে সেতুর উপর থেকে প্রায় ৫০ ফুট নিচে পানিতে ফেলে দেন।
এরপর সে পরিকল্পনা করেন তার স্ত্রী ও একমাত্র ছেলেকেও হত্যা করবেন। কিন্ত মানসিক অশান্তির কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। পরে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৭ জানুয়ারি শিশু দুটি মা রত্না বেগম বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ মনিরকে আটক করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর থেকেই পুলিশ ওই দুই শিশুর মরদেহ খুঁজতে থাকে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি ভৈরব থানা পুলিশের নজরে আসে। অবশেষে রোববার সকালে ভৈরব থানার ওসি আশুগঞ্জ থানায় ফোন করে জানান, গত ১৬ জানুয়ারি মেঘনা নদীতে থেকে তারা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ভৈরব থানায় যোগাযোগ করে ওই শিশুর পরনে থাকা জামা-কাপড় ও ছবি নিয়ে আসে। পরে রত্না বেগম ছবি ও জামা-কাপড় দেখে তার মেয়ে মারিয়া আক্তারের মরদেহ সনাক্ত করেন।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪