রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দরূদে রাসূল (সা:): আলহাজ্ব মো: নূরুজ্জামান (বীর মুক্তিযোদ্ধা)

news-image

হযরত রাসূল (সা:) সমস্ত নবীদের সর্দার ও সমস্ত সৃষ্টির সেরা বলেই তাঁকে ইমামুল মুরসালীন বা পয়গাম্বরগণের ইমাম বলা হয়েছে এবং পৃথিবীতে তাঁর আগমনের সুসংবাদ পূর্ববর্তী নবী-রাসূলগণের মাধ্যমে প্রচারিত হয়েছে। তাঁর সম্পর্কে আসমানী কিতাব তাওরাত-এ বর্ণিত হয়েছে। তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের ভ্রাতৃত্বের মধ্য হতে আমার (মূসা আ) মতই একজন পয়গম্বর উথিত করবেন। তাঁর কথা তোমরা মনোয়োগ দিয়ে শ্রবণ করবে।
ইজ্ঞিল (বাইবেল) এ বর্ণিত হয়েছে, “যদি তোমরা আমাকে ভালবাস, তবে আমার উপদেশ মত কাজ করো ,আমি স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করবো যাতে তিনি তোমাদেরকে আরো একজন শান্তিদাতা প্রেরন করেন। যিনি চিরদিন তোমাদের সাথে থাকতে পারেন। আরো বর্ণিত আছে,“ যাই হোক আমার উচিত যে, তোমাদের মঈলের জন্য আমি চলে যাই, কারন না গেলে সেই শান্তিদাতা আসবেন না। কিন্তু আমি যদি যাই তবে তাঁকে পাঠিয়ে দেব।
ভবিষ্যত পুরান-এ বর্ণিত হয়েছে, ঠিক সেই সময় মোহাম্মদ (সা:) নামক এক ব্যক্তি, যার বাস মরুস্থলে (আরব দেশে) আপন সাঙ্গ পাঙ্গ সহ আর্ভিভূত হবেন।“হে আরবের প্রভু! হে জগত গুরু! তুমি জগতের সমুদয় কলুষ নাশ করার উপায় জান, তোমাকে নমষ্কার। হে পবিএ পুরুষ। আমি তোমার দাস। আমাকে তোমার চরণতলে স্থান দাও।
উপনিষদ-এ আছে,“ আল্লাহ সকল গুনের অধিকারী। তিনি পূর্ণ ও সর্বজ্ঞানী। মোহাম্মদ (সা:) আল্লাহর রাসূল। আল্লাহ আলোকময়,অমীয়,এক চিরপরি,পূর্ণ এবং সয়ম্ভর।
বস্তুত : রাসূলে পাকের (সা:)মাহাত্ম ও সম্মানে সমগ্র সৃষ্টি জগত তার প্রশংসায় উদ্বেলিত হয়ে উঠে ।রাসূলে পাক (সা:)কে তা্র আপনরূপে কোলে পাওয়ার জন্য যুগ-যুগান্তরের প্রতীক্ষায় পঞ্জীভূত বেদনা ও ক্লান্তিতে সমগ্র বিশ্ব প্রকৃতি উতালা হয়ে উঠে ।মানুষকে পাপ-কালিমা হতে উদ্ধার করার মত মহীরুহের অভাবে তখন মানুষ মানবীয় গুনাবলি হারিয়ে অনাচার,ব্যাভিচার ছাড়াও অগ্নিপূজা,মূর্তিপূজার ন্যায় বিভিন্ন খোদাদ্রোহী কাজে লিপ্ত ছিল ।পাপ-পণ্কিলতার অন্ধকার থেকে পরিত্রাণ পেয়ে আলোর দিশা পাওয়ার জন্য পৃথিবীর আকাশ-বাতাস,জল-স্থল,পাহাড়-পর্ব্ত সমস্তই ঐকান্তিকভাবে রাসূলে কারিম (সাঃ)-এর আগমন প্রত্যাশায় ব্যাকুল হয়ে উঠেছিল । পৃথিবীর এমনি এক দূর্যোগময় অন্ধকারাচ্ছন্ন দিনে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে তুলে আনার জন্য মহান রাব্বুল আলামিন ইজ্জাতো তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাসূলে পাক(সা:)-কে হিজরীপূর্ব্ ৫৩ সালের ১২ই রবিউল আওয়াল সোমবার সুবহে সাদিকের সময় এ পৃথিবীতে প্রেরণ করেন । রাসূলে পাক(সা:)-কে পৃথিবীতে প্রেরণের আনন্দের অতিশষ্যে রব্বুল ইজ্জাতো স্বীয় ফেরেশতাদের নিয়ে তার প্রতি দরূদ পাঠ করেছিলেন ।পাশাপাশি মানবজাতিকেও তার প্রতি দরূদ পাঠের নির্দেশ দান করেন ।পবিত্র কোরআনে এরশাদ হয়েছে-“নিশ্চয় আল্লাহ নিজে ও ফেরেশতারা নবীর উপর দরূদ পাঠ করেন।হে বিশ্বাসীরা! তোমরাও তার উপর দরূদ পাঠ কর ও শ্রদ্ধার সাথে সালাম পেশ কর।”(সূরা-আহযাব, আয়াত-৫৬) আল্লাহপাক রাসূলে পাক(সা:)-কে আরবের শ্রেষ্ঠ কুরাইশ বংশের হাসমী গোত্রের প্রভাবশালী ব্যাক্তিত্ব মোতালেব এর পুত্র আব্দুল্লাহর মাধ্যমে স্ত্রী বিবি আমেনার ঔরসে জন্ম নেয় ।কুরাইশরা ছিল বনি ইসরাইল গোত্রের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আঃ) এর বংশধর । রাসূলে পাকের শুভ জন্মের বর্ণনা দিতে গিয়ে ‘মাওয়া হিবু লাদ্দুনিয়া’ কিতাবে বলা হয়েছে, হযরত আমেনা বলেন- “প্রশংসিত সন্তান ভূমিষ্ট হওয়ায় আমি তাকে সেজদারত অবস্থায় দেখেছিলাম । উভয় হাতের তর্জুনী আঙ্গুলি দোয়া ক্রন্দনকারীর ন্যায় আকাশের দিকে প্রশারিত ছিল।” মা আমেনা আরও বলেন-“সন্তান ভূমিষ্ট হওয়ার পর কারা যেন তার সন্তানটিকে নিয়ে গিয়ে সমস্ত সৃষ্টিজগত পরিভ্রমন করান।” তিনি তাদের কথা-বার্তা শুনেছিলেন । তিনি উর্ধ্বলোকের সম্মানিত ব্যাক্তিগণের কথা-বার্তার এক অংশ শুনেছিলেন যে, “মোহাম্মদ(সাঃ)-কে সকল নবীর গুণাবলীতে বিভূষিত কর এবং সকল আম্বিয়াদের পবিত্র সাগর ডুবিয়ে দাও।” রাসূলে পাক(সাঃ) এর শুভ জন্মালগ্ন বহু অলৌকিক ঘটনায় পরিপূর্ণ্। যেমন- (১) নওশেরওয়া বাদশাহর সিংহাসন নড়ে ওঠা ।(২) মাওয়া দরিয়া শুকিয়ে যাওয়া ।(৩)সাম হাওয়া হৃদ পানিতে ভরে যাওয়া। (৪)পারস্যের অগ্নিকুন্ড হঠাৎ নিভে যাওয়া। (৫) ক্বাবা ঘরের ‘জুবুল’ নামক বৃহৎ মুর্তিটির উপুর হয়ে পড়ে যাওয়া। আমাদেরকে রাসূলে পাক (সা:) এর জন্মদিনে অর্থাৎ ঈদে মিল্লাদুন্নবী তবিয়তের সাথে পালন করা উচিৎ। খ্রিস্টানরা ঈসা (আ:) এর জন্মদিন অর্থাৎ বড় দিন ২৫ ডিসেম্বর মহা ধুমধামের সাথে পালন করে থাকে। বৌদ্ধ ধর্মালম্বীরা গৌতম বোদ্ধ এবং হিন্দুরা শ্রী কৃষ্ণের জন্মদিন (জন্মাষ্ঠামী) অতি গুরুত্বের সাথে পালন করে থাকে । আমাদের রাসূলে পাক সমস্ত নবী-রাসূলগণের ইমাম বা নেতা। আমাদের ঈদে মিল্লাদুন্নবীই সকল সময়ই তার সশ্রদ্ধাচিওে দরূদ পাঠ করে হাশরের ময়দানে মাক্বামে মাহমুদে দাঁড়িয়ে তাহার জন্য সুপারিশ করে হুজরে পাক অত্যাবশ্যকীয় মনে করবেন। পবিএ কোরআন শরীফে আল্লাহ পাক এরশাদ করেন-“হে রাসূল! আমি আপনাকে সাক্ষীদাতা,সংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি।” (সূরা আহযাব,আয়াত-৮৫) যেহেতু তিনি সমস্ত মাখলুকের সাক্ষীদাতা,সেহেতু তিনি সর্বকালেই তিনি ছিলেন,আছেন এবং থাকবেন ।অন্যথায় তিনি না দেখে সাক্ষী দিবেন কিভাবে ? আল্লাহ তা‘আলা নিজের সম্পর্কে এরশাদ করেন- ‘রাব্বুল আলামীন’ ‘মহাবিশ্বের প্রভু’ আর রাসূলে পাক সম্পর্কে এরশাদ করেন-‘রাহমাতুল্লিল আলামিন’(মহাবিশ্বের রহমত) অর্থাৎ আল্লাহ পাক যতটুকু জগতের প্রভু, রাসূল (সাঃ) ততটুকু জগতের রহমত । আমাদের রাসূলে পাক (সাঃ) এর প্রতি সর্বাধিক মহব্বত পেশ করে তার প্রতি দরূদ ও সালাম পেশ করতে হবে ।তাঁকে স্মরণ করতে হবে । হাশরের দিনে আল্লাহপাক কারো প্রতি অসন্তুষ্ট হলে কিন্তু হুজুরেপাক (সাঃ) যদি সুপারিশ করেন, তবে আল্লাহপাক উক্ত সুপারিশ গ্রহন করবেন । আর হুজুরেপাক (সাঃ) যদি কারো উপর অসন্তুষ্ট হন, তবে আল্লাহপাক তার কোন আরজ শুনবেন না । কাজেই হুজুরেপাক (সাঃ) –কে আমাদের বেশী বেশী শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে ।হাদীস শরীফে বর্ণিত হয়েছে, “যে ব্যাক্তি নিজের পিতা-মাতা, সন্তান-সন্ততি ও অন্য সব মানুষ অপেক্ষা আমাকে বেশী ভালো না বাসে সে মোমেন হতে পারবে না ।” (বোখারী ও মুসলিম শরিফ) একদা হুজুরে পাক (সাঃ) হযরত বিন আবু তালেব (রাঃ) কে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন।পথিমধ্যে আবু তালেব এর দৃষ্টিগোচর হলে তিনি ভাবলেন, হুজুরপাক (সাঃ) এর সাথে বেশি চলাচল বোধহয় উচিত নয় । তাই তিনি পুত্র হযরত আলী (রাঃ) কে কাছে পাঠালেন । আলী (রাঃ) পিতার দিকে কয়েক কদম অগ্রসর হলেন, হুজুরেপাক (সাঃ) কয়েক কদম এগুতেই আলী (রাঃ) হুজুরেপাক (সাঃ) এর দিকে ফিরে আসলেন । রাসূলে পাক (সাঃ) এরূপ করার কারণ জিজ্ঞেস করতেই আলী (রাঃ) বললেন “আপনার সাথে থাকাই আমি যুক্তিযুক্ত ও গুরুত্বপূর্ণ্ বলে মনে করি।”হুজুরে পাক (সাঃ) বলেন- ‘তুমি ঠিক কাজটিই করেছ।’ আল্লাহপাক তার তাঁর হাবীব হুজুরে পাক (সাঃ) সম্পর্কে বারংবার বুঝাতে চেয়েছেন যে, হযরত রাসূলপাক (সাঃ) সৃষ্টির মূল উপাদান । নামাযেও হুজুরেপাক (সাঃ) এর দরূদ সংযোজন করা হয়েছে । তাঁর উপর দরূদ না পড়েলে কারো প্রার্থনাই আল্লাহর দরবারে মঞ্জুর হয় না ।

………… বাকী কথা আগামীকাল

লেখক পরিচিতি: চেয়ার পারসন আমাদের ব্রাক্ষনবাড়ীয়া .কম 

সভাপতি,কৃষ্ণনগর আ: জাব্বার উচ্চ-বিদ্যালয় ,নবীনগর ব্রাক্ষণবাড়িয়া

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪