শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হলিউডের ছবির অফার ফিরিয়ে দিয়েছি’

news-image

মাকসুদা আখতার প্রিয়তি। বাংলাদেশে জন্ম নেওয়া এই তরুণী 'মিস আয়ারল্যান্ড' হয়ে শুধু বাংলাদেশের মিডিয়াকেই চমকে দেন নি, চমকে দিয়েছেন পুরো বাংলাদেশকে। এবার 'মিস আর্থ' প্রতিযোগীতায় আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের ফার্মগেট এলাকায় জন্ম নেওয়া এই লাস্যময়ী। প্রিয়তির সাথে ইমেইলে কথা বলে লিখেছেন মাহতাব হোসেন

পেশায় পাইলট রূপবতী প্রিয়তির আকাশের প্রতি রয়েছে দুর্নিবার টান। আকাশের অপ্সরী যে মাটির পৃথিবী জয় করতে পারেন তার উদাহরণ খুবই অল্প আছে। এদের মধ্যে একজন প্রিয়তি। তবে প্রিয়তির আজকের এই আকাশ-মাটির মেলবন্ধনের পথ খুব একটা মসৃন ছিল না। যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রিয়তি চাকরি করেছেন মাইক্রোসফটে। পরে বিজনেস ম্যানেজম্যান্টের ওপর কোর্স নিয়ে ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন। যা মন চেয়েছে, করেছেন। কিন্তু তারপরেও কোথায় যেন একটা শূন্যতা, একটা অপূর্ণতা থেকেই যাচ্ছিল।d
 


ডাবলিনের সুউচ্চ কাঁচঘেরা ঘরে এক সকালে কফিতে চুমুক দিতে গিয়ে চোখ পড়ে যায় পত্রিকার পাতায়। 'শুরু হতে যাচ্ছে মিস আয়ারল্যান্ড প্রতিযোগীতা।' আমার দ্বারা কি সম্ভব? এই প্রশ্নটাই প্রিয়তির মাথায় চলে আসে। মাথার ভেতর চেপে বসে চিন্তাটা। যেন 'জায়ান্ট কজওয়ে'র জ্বালামুখ খুলে যায়। উদগীরণ হতে থাকে দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছেগুলো। প্রতিযোগীতায় আবেদন করলে, বেশ প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। বেশ চ্যালেঞ্জিং বিষয়। কেননা প্রিয়তি স্বনির্ভর মেয়ে। হোম রেন্ট, দুই বেবি সামলানো, ফুড সবকিছুই নিজের আয়ের ওপর নির্ভর করে।
বিশাল এই প্রতিযোগীতায় পুরোপুরি মনোনিবেশ না করতে পারলে অংশগ্রহণ করাটাই বৃথা। এসব ভাবতে ভাবতেই আবেদন করে ফেলেন প্রিয়তি।

সপ্তাহখানেক পরে ডাকযোগে বিস্ময়করভাবেই মিস আয়ারল্যান্ড প্রতিযোগীতায় প্রাথমিকভাবে নির্বাচনের খবর আসে। প্রিয়তির ভাষায় 'এটা আমার জন্য বিস্ময়করই বটে।' এরপরে শুরু হয় মূল প্রতিযোগীতার লড়াই। ২০১৩ সালের সময়টা প্রিয়তির জীবনে একটা মারাত্মক টার্নিং সময়। জীবনের মোড় ঘুরে যাওয়ার সময়। কেননা এই সময়টাতেই শুধু আইরিশ, ব্রিটিশ কিংবা বাঙালি নয়,  বিশ্ব চেনে 'প্রিয়তি' নামের এক তরুণীকে। ৭০০ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন মাকসুদা আখতার প্রিয়তি।
 

মাত্র এইটে পড়া অবস্থায় আয়ারল্যান্ডে চলে আসেন প্রিয়তি। ঢাকার ফার্মগেট এলাকার তেজতুরি বাজারে শৈশবের সেই অল্প সময়টা কেটেছে দুষ্টুমিতেই। সীমাবদ্ধ শৈশবের খোলস ছেড়ে আয়ারল্যান্ডে পড়াশোনার জন্য চলে আসা, এরপরে ডাবলিনে ও লেভেল, এ লেভেল, গ্রাজুয়েশন করে এখন তো পুরোদস্তুর বৈমানিক। একই সাথে ফ্যাশন শো, সৌন্দর্য প্রতিযোগীতার বিচারক ও সামনে 'মিস আর্থ' প্রতিযোগীতার প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মাঝে হলিউড থেকে জেমস ক্যামেরুনের সাবেক স্ত্রী ক্যাটরিনার পরিচালনায় একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু 'মিস আর্থ' প্রতিযোগীতার জন্য নিজেকে গড়ে তোলাইটা এখন বড় বিষয় এজন্য হলিউড ছবির এ প্রস্তাবটা ফিরিয়ে দেন। প্রিয়তির ভাষায় 'আমার সামনে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাই আমার কাছে এখন বড় বিষয় তাই হলিউড ছবির অফারটা আমাকে ফিরিয়ে দিতে হয়েছে, এছাড়াও বলিউড ছবির প্রস্তাবও আমার নিকট এসেছিল। সেটাও ওই একই কারণে আমাকে ফিরিয়ে দিতে হয়।

তার মানে কি প্রিয়তি বড় পর্দায় কাজ করবেন না? এটাই জানতে চাওয়া হয়েছিল। প্রিয়তি বিস্ময়ভরা কণ্ঠে বলেন 'কেন বড় পর্দায় কাজ করবো না? আমি শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দার কাজগুলোকেও গুরুত্ব দেই। অবশ্যই করবো। বাংলাদেশের মিডিয়াতেও ভালো কাজ পেলে করবো। এবং বাংলাদেশ অবশ্যই আমার ভালো লাগার একটা জায়াগা, আমার বড় দুর্বলতা। দেশে যাতায়াতও আছে। আগে বছরে বেশ কয়েকবার গিয়েছি, মা মারা যাওয়ার পরে যাওয়াটা কমে গেছে। তবে কাজের ক্ষেত্রে প্রয়োজনে অবশ্যই একাধিকবার আসবো-যাব, সমস্যা নেই।'
'হলিউডের ছবির অফার ফিরিয়ে দিয়েছি'
s

প্রিয়তির ইচ্ছা সুবিশাল আকাশের মতো। বিমান নিয়ে যখন আকাশ দাপিয়ে বেড়ান তখন নিজেকেও আকাশের মতো বিশাল মনে হয়। মনে হয় এইতো আকাশ আমার হাতের মুঠোয়। আকাশের মতো বিশাল চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়ান এই তরুণী। অনেক স্বপ্ন রয়েছে। একাকিত্বে যারা অসহায়বোধ করেন তাঁদের পাশে দাঁড়াতে চান তিনি, এরই মধ্যে একবার দেশে এসেছেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন নামের একটি চ্যারিটি সংস্থার আমন্ত্রণে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রিয়তির রয়েছে আকাশ সমান স্বপ্ন।
 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের